আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অব্যবহিত পরেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। 

সেই বিরাট কোহলিই আবার টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন। তবে একটি শর্তে। 

কী সেই শর্ত? ইশা গুহকে দেওয়া এক সাক্ষাৎকারে রসিকতার ছলে কোহলিকে বলতে শোনা গিয়েছে, ''২০২৮ সালের অলিম্পিক ফাইনালে স্বর্ণপদক জয়ের ম্যাচে ভারত খেলতে নামলে অবসর ভেঙে আমি ফিরতে পারি। অলিম্পিকে সোনা জয় দারুণ ব্যাপার হবে।'' 

২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলা হবে অলিম্পিকে। ভারতের ক্রিকেট দলও নামবে সেই মেগা ইভেন্টে। কিন্তু কোহলি তো আর সেই দলের সদস্য হবেন না। টি-টোয়েন্টি ফরম্যাটের খেলায় অংশ নিতেও অলিম্পিকে যাবেন না। কিন্তু মজার ছলে জানিয়েছেন, অলিম্পিকে সোনা জয়ের ম্যাচ ভারত খেলতে নামলে তিনি অবসরের সিদ্ধান্ত ভেঙে নেমে পড়বেন। ভারত ফাইনালে পৌঁছলে কোহলি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবেন। 

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স তুলে ধরেছেন। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে ৮৪ রান করেন। ফাইনালে কোহলির ব্যাট চলেনি। তাতেও অবশ্য ভারতের চ্যাম্পিয়ন হতে সমস্যা হয়নি। 

এবার কোহলির ফোকাস আইপিএলে। আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ইডেন গার্ডেন্সে প্রথমদিনই দেখা যাবে বিরাট ম্যাজিক। এবারের আইপিএলের জন্য কোহলি চুলের স্টাইলও বদলেছেন। বিরাট কোহলি একটা প্যাকেজ। তাঁকে দেখার জন্য কয়েক হাজার মাইল অতিক্রম করেও মাঠে আসতে পারেন দর্শকরা।