মঙ্গলের অমঙ্গল কাটিয়ে বুধবার ঝেড়ে উঠল ভারতীয় শেয়ার বাজার। বিগত কয়েকদিন ধরেই বাজারে মন্দার ছাপ ছিল। তবে সেখান থেকে খানিকটা স্বস্তি ফিরল।
2
9
বিশ্ববাজারে ইতিবাচক দিক থাকার কারণেই এই উত্থান দেখা গেল। বুধবার সেনসেক্স এবং নিফটি দুই সকাল থেকে লাভের মুখ দেখতে শুরু করে। ফলে বিনিয়োগকারীদের মুখে হাসি।
3
9
বুধবার সেনসেক্স দিনের শুরুতেই লাভ করে সাতশো পয়েন্ট। অন্যদিকে তাল মিলিয়ে নিফটিও প্রায় তিনশো পয়েন্টের কাছে থাকে। ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।
4
9
ইউরোপের বাজারে শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরই অনেকটা স্বস্তি পায় ওয়াল স্ট্রিট। ফলে তার সহজ প্রভাব পড়ে ভারতের শেয়ার বাজারেও।
5
9
গ্রিনল্যান্ড নিয়ে বিগত কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট সকলের নজরে ছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্টের ভাষণে জানিয়ে দেন এখনই তিনি শুল্ক ঘোষণা করছেন না। তারই প্রভাব সরাসরি এল শেয়ার বাজারে।
6
9
মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরই বুধবার সকাল থেকেই শেয়ার বাজার ঘুরে দাঁড়ায়। সেখানে বিভিন্ন শেয়ারই লাভের মুখ দেখতে শুরু করে।
7
9
বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন নীতির সঙ্গে তাল রেখে ভারতের শেয়ার বাজারে চাঙ্গা ভাব রয়েছে। সেখানে আগামী কয়েকদিন এর প্রভাব থাকবে।
8
9
বিগত কয়েকদিন ধরেই শেয়ার বাজারের পরিস্থিতি সঠিক ছিল না। সেখানে বাজারের সকলের মুখই ভার ছিল। তবে ফের সেখানে আশার আলো দেখা গেল।
9
9
এদিনকার সেরা শেয়ারের মধ্যে রয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আদানি পোর্টস এবং আইটি সেক্টর। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের শেয়ারেও উল্লেখ্য অগ্রগতি দেখা যায়।