২০২২ সালের ২২ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিক।
2
14
একই দিনে প্রয়াত হলেন আরেক প্রাক্তন ফুটবলার। তিনি ইলিয়াস পাশা। তবে সুভাষ আর তাঁর চলে যাওয়ার মধ্যে চার বছরের ব্যবধান।
3
14
ইলিয়াস পাশা বেঙ্গালুরু থেকে কলকাতায় খেলতে এসেছিলেন। অতীতে বেঙ্গালুরু থেকে সিটি অফ জয়ে খেলতে এসেছিলেন বহু তারকা ফুটবলার। তাঁদের মতোই ইলিয়াস পাশাও এসেছিলেন বেঙ্গালুরু থেকে।
4
14
মহমেডান স্পোর্টিংয়ে খেলতে এসেছিলেন পাশা। ১৯৯০ সালে মহমেডান থেকে ইলিয়াস পাশা যোগ দেন ইস্টবেঙ্গলে। ১৭ নম্বর জার্সি পরে খেলতেন। দ্রুত জায়গা করে নেন প্রথম একাদশে। ডানদিক দিয়ে পাশার ওভারল্যাপ ইস্টবেঙ্গলের রাইট উইঙ্গারের কাজ করতো।
5
14
লাল-হলুদের অধিনায়কত্বও করেন পাশা। রাইট ব্যাকে খেলতেন। ওভারল্যাপে যেতেন। তাঁর খেলার ধরন ছিল বেশ সুন্দর।
১৯৯০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইলিয়াস পাশা ছিলেন ইস্টবেঙ্গল রক্ষণের অন্যতম নির্ভরযোগ্য নাম। অধিনায়ক ছিলেন ১৯৯৩ সালে । পাশার অধিনায়কত্বে ইস্টবেঙ্গল কাপ উইনার্স কাপে ইরাকের শক্তিশালী দল আল জাওরার বিরুদ্ধে ৬-২ গোলে জয় পেয়েছিল। সেরকম সুগঠিত চেহারার অধিকারী না হলেও ফুটবল সেন্স, টাচ এবং দক্ষতা তাঁকে জনপ্রিয় করে তুলেছিল ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে।
6
14
নেপালের কাঠমান্ডু থেকে জিতে এসেছিলেন ওয়াই ওয়াই কাপ। ইস্টবেঙ্গলে থাকাকালীন ইলিয়াস পাশা ৫ বার কলকাতা লিগ, ৪ বার ডুরান্ড কাপ, ৫ বার শিল্ড, ২ বার রোভার্স কাপ, ৪ বার এয়ারলাইন্স গোল্ড কাপ এবং একবার করে ফেডারেশন কাপ, বরদলুই ট্রফি, সুপার কাপ, ম্যাকডোয়েল কাপ, এস.এস.এস. ট্রফি এবং এ.টি.পি.এ. শিল্ড জয়ী দলের সদস্য ছিলেন।
7
14
২০১২ সালে ক্লাবের প্রতিষ্ঠা দিবসের সময় বেঙ্গালুরু থেকে আহমেদ খান ও ইলিয়াস পাশাকে নিয়ে এসে ইস্টবেঙ্গল ক্লাব তাঁদের সংবর্ধিত করেছিল। ২০১৯ সালেও ক্লাবের শতবর্ষের মঞ্চে সকল অধিনায়কের সঙ্গে পাশাকেও সম্মানিত করা হয়েছিল। সেই বছরই ১৩ আগস্ট প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচে পাশা খেলেছিলেন।
8
14
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি করতেন পাশা। কিন্তু কাউকে কিছু না জানিয়ে একদিন ইলিয়াস পাশা সেই চাকরি ছেড়ে ফিরে যান বেঙ্গালুরুতে।
9
14
তাঁর সমসাময়িকরা বলেন, ইলিয়াস পাশা মিতভাষী স্বভাবের মানুষ ছিলেন। সতীর্থরা তাঁকে খুব ভালবাসাতেন। পছন্দ করতেন।
10
14
কিন্তু কেন চাকরি ছেড়ে দিলেন, সেই কারণ অজ্ঞাতই থেকে গেল। তাঁর আর্থিক অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল বলে শোনা যায়। শোনা যায়, অভাবের তাড়নায় তিনি নাকি অটো চালিয়ে দিনযাপন করেছেন। জুতোর ব্যবসা করেছেন বলেও কথিত রয়েছে।
11
14
প্রাক্তন সতীর্থদের সঙ্গেও নাকি তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে কথিত রয়েছে।
12
14
তাঁর শরীরে থাবা বসিয়েছিল ক্যানসার।
13
14
মোহনবাগানের প্রাক্তন ফুটবলার রবি কুমার বলছিলেন, ইলিয়াস পাশার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। খুব রোগা হয়ে গিয়েছিল।
14
14
খেলোয়াড়জীবনে উইং ধরে দৌড়তেন পাশা। তাঁর জীবনের দৌড় আজ থেমে গেল। ইলিয়াশ পাশার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এল কলকাতা ময়দানে।