আজকাল ওয়েবডেস্ক: দল জিতলেও একাধিক ক্যাচ মিস হয়েছে। তা নিয়ে অবশ্য কোনও হেলদোল নেই টি–২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের। দলের কোনও দুর্বলতা খুঁজে পাচ্ছেন না তিনি। নাগপুরে ৪৮ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজের প্রথম টি–২০ জিতেছে ভারত। এই জয়ের মধ্যেও কিন্তু চিন্তার বিষয় ভারতের ফিল্ডিং। দু’টি সহজ ক্যাচ পড়েছে। কিন্তু ম্যাচ জিতে ফিল্ডারদের সেই দুর্বলতা ঢাকতে ব্যস্ত সূর্য।
খেলা শেষে সূর্য বলেন, ‘প্রচুর শিশির পড়ছিল। বাতিস্তভের আলো নিয়েও একটু সমস্যা ছিল। আমি আমার ফিল্ডারদের দোষ দেখতে পাচ্ছি না।’ যদিও তার পরেই হেসে তিনি বলে দেন, ‘আমার ফিল্ডারদের দোষ তো আমি ঢাকবই।’
ফিল্ডারদের পাশাপাশি চিন্তা রয়ে গিয়েছে সূর্যের ফর্ম নিয়েও। ২২ বলে ৩২ রান করলেও সেই পুরনো সূর্যকে খুঁজে পাওয়া যায়নি। বেশ কয়েকটি বল ব্যাটের মাঝে লাগেনি। যদিও সূর্য সে সব নিয়ে ভাবছেন না। তিনি বললেন, ‘আমি আগেও বলেছি, নেটে ভাল ব্যাট করছি। আত্মবিশ্বাস একই রকম আছে। কয়েকটা ভাল শটও খেলেছি। আশা করছি ধীরে ধীরে ফর্ম আরও ভাল হবে।’
এই ম্যাচে শুরুতে ব্যাট করেও যে শেষ পর্যন্ত তাঁরা জিতেছেন তাতে খুশি সূর্য। তাঁর মতে, পরিস্থিতি যেমনই হোক, আক্রমণের রাস্তা থেকে সরবেন না তাঁরা। সূর্য বললেন, ‘২৫ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পরেও আমরা একই ভাবে ব্যাট করেছি। রান তোলার গতি কমতে দিইনি। প্রথমে ব্যাট করে বড় রান করেছি। তার পর বোলারদের দাপটে জিতেছি। দলের খেলায় আমি খুশি।’
ওপেনার অভিষেক শর্মার ব্যাটিংয়ের প্রশংসায় সূর্য। তাঁর আশা বিশ্বকাপেও এই ফর্ম ধরে রাখবেন অভিষেক। আর ম্যাচ সেরা অভিষেক বলেছেন, ‘প্রতিটা ম্যাচের আগে দু’তিন দিন সময় পাই। নেটে অনুশীলনের সময়ই ঠিক করে নিই, কীভাবে সেই ম্যাচে ব্যাট করব। কারণ, আমি জানি প্রতিটা বিপক্ষ আমার বিরুদ্ধে পরিকল্পনা করছে। তাই আমাকেও তৈরি থাকতে হয়।’ ছক্কা মারা নিয়ে জবাব, ‘আমি খুব একটা পেশিবহুল নই। তাই টাইমিংয়ের উপর জোর দিই। আমার হাতে প্রচুর শটও নেই। তিন–চারটে শটই মারতে পারি। সেগুলোই বার বার অনুশীলন করি। প্রতি বলে ছক্কা মারতে গেলে বা ২০০–র বেশ স্ট্রাইক রেটে রান করতে গেলে প্রস্তুতিটা খুব গুরত্বপূর্ণ। আমি তাই প্রস্তুত হয়েই নামি।’ কোচ গম্ভীরকেও কৃতিত্ব দিতে ভোলেননি অভিষেক।
