আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাবর্তনে চমক দেখালেন রিঙ্কু সিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি–২০ ম্যাচে করলেন ২০ বলে অপরাজিত ৪৪। ইনিংসে রয়েছে চারটি চার ও তিনটি ছয়। ইনিংসের শেষ ওভারে মিচেলের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন রিঙ্কু।
বাকিটা অভিষেক শর্মা। টি–২০ ক্রিকেটার সেরা ব্যাটার তিনি। ৩৫ বলে করেছেন ‘মাত্র’ ৮৪। মেরেছেন পাঁচটি চার ও আটটি ছয়। এটুকুই যথেষ্ট। অভিষেককে নিয়ে বলার আর কিছু নেই।
সঞ্জু রান পাননি। আবার তিনে নেমে ঈশান কিষানও ব্যর্থ। তবে চারে অধিনায়ক সূর্য ২২ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন। একটু অক্সিজেন হয়ত পেলেন। হার্দিক পাণ্ডিয়া খেলেন ১৬ বলে ২৫ রানের ইনিংস। বাকিটা রিঙ্কুময়।
এটা ঘটনা ক্রমাগত উইকেট পড়লেও খেলার ধরন পাল্টায়নি টিম ইন্ডিয়া। ভারত শেষ অবধি ২০ ওভারে তুলল ২৩৮/৭।
এদিকে, আসন্ন টি–২০ বিশ্বকাপে ভারতের মাটিতে গিয়ে কি খেলবে বাংলাদেশ? না খেললে কিন্তু অপেক্ষা করে রয়েছে ‘গলাধাক্কা’! আইসিসি বোর্ডের সভায় বাংলাদেশের ভেন্যু বদল করার অনুরোধ পত্রপাঠ উড়িয়ে দেওয়া হয়। আইসিসি বোর্ডের সভায় ভোটাভুটি হয় বলেই খবর। সেই ভোটে বাংলাদেশ হার মানে। তাদেরকে আর মাত্র একদিন সময় ধার্য করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি মাথা নওয়াবে? কারণ ভারতের মাটিতে গিয়ে খেলবে না বলে একপ্রকার হুমকিই দিয়ে রেখেছিল বাংলাদেশ। পরিস্থিতি এখন অন্য খাতে বইতে শুরু করে দিয়েছে। আইসিসি–র এই কড়া পদক্ষেপে বাংলাদেশ যদি সিদ্ধান্ত বদল করে ভারতের মাটিতে খেলে, তা তাদের কাছে একপ্রকার হারই বলা যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোর্টে বল। ভারতের মাটিতে এসে খেললে ঠিক আছে। নাহলে কিন্তু বাংলার বাঘেদের পরিবর্তে স্কটল্যান্ড ঢুকে যাবে মেগা টুর্নামেন্টে।
