আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে রিঙ্কু সিং। টি–২০ বিশ্বকাপের দলে তিনি রয়েছেন। খেলছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজেও। নাগপুরে প্রথম ম্যাচে সুযোগ পেয়েই তা কাজে লাগালেন রিঙ্কু। করেছেন ২০ বলে অপরাজিত ৪৪ রান। তাঁর ব্যাটিংয়ের দৌলতেই ভারত তোলে ২৩৮। দলকে জেতাতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মন খারাপ রিঙ্কুর। আফসোস কিছুতেই কমছে না তাঁর।


ফিল্ডিংয়ের সময় বাউন্ডারিতে ঝাঁপিয়ে বেশ কয়েটি চার বাঁচিয়েছেন তিনি। এক বার লাফিয়ে আটকেছেন নিশ্চিত ছক্কা। কিন্তু তার মাঝেই একটি ক্যাচও ফেলেছেন রিঙ্কু। সেই কাঁটাই খচখচ করছে তাঁর মনে। খেলা শেষে রিঙ্কু জানান, ‘‌শিশিরের জন্য কোনও সমস্যা হয়নি। আলোর জন্যও সে রকম সমস্যা হচ্ছিল না। তার পরেও ক্যাচটা ধরতে পারলাম না। খুব খারাপ লাগছে। আফসোস হচ্ছে।’‌ এটা ঘটনা, রিঙ্কুর হাত থেকে ক্যাচ খুব একট পড়তে দেখা যায় না। ভরতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার তিনি। সেই কারণেই হয়তো এতটা আফসোস হচ্ছে তাঁর।


এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে জায়গা পাননি রিঙ্কু। কিন্তু টি–২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ায় নিউজিল্যান্ড সিরিজে খেলছেন তিনি। নাগপুরে দেখিয়ে দিয়েছেন তাঁর দলে থাকাটা কতটা জরুরি। ইনিংসের শেষ ওভারে করেছেন ২১ রান। রিঙ্কু বললেন, ‘‌ধারাবাহিক ভাবে সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু নিজেকে তৈরি রেখেছিলাম। জানতাম, যেদিন সুযোগ আসবে কাজে লাগাতে হবে। এই ম্যাচে সেটাই করেছি। শুরুতে দৌড়ে রান নিয়ে পরের দিকে হাত খুলেছি।’‌ 


কোচ গৌতম গম্ভীর তাঁর উপর ভরসা করেন। সেই ভরসার দাম দিয়েছেন রিঙ্কু। খেলা শেষে রিঙ্কুর মুখে কোচের কথা। তিনি বললেন, ‘‌গৌতি ভাই আমাদের চালিয়ে খেলতে বলে। সেটাই করার চেষ্টা করেছি। বিশ্বকাপে সুযোগ পেলে এভাবেই খেলব।’‌


নাগপুরে ভারতের রান তোলার গতি ভাল থাকলেও, নিয়মিত উইকেট পড়ছিল। শেষ দু’ওভারে অর্শদীপ সিংয়ের সঙ্গে খেলতে হয়েছিল রিঙ্কুকে। সে সময় কী পরিকল্পনা করেছিলেন তিনি? রিঙ্কু বললেন, ‘‌অর্শদীপকে বলছিলাম, সিঙ্গল নিয়ে আমাকে স্ট্রাইক দিতে। অবশ্য সব সময় সেটা হচ্ছিল না। তবে ঠিক করেছিলাম, শেষ ওভার আমিই খেলব। এই দলে আমার এটাই ভূমিকা। পাঁচ, ছয় বা সাত নম্বরে নামার সুযোগ পাব। তাই চালিয়ে খেলতে হবে। সেটাই করেছি।’‌


ভারতের বিশ্বকাপের দলে রিঙ্কু কতটা জরুরি, তা এই ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন তিনি। ভরসা দিয়েছেন কোচ গম্ভীরকে। এই ভরসার ফল হয়তো পাবেন রিঙ্কু। নাগপুরের ইনিংসের পর বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে নিজের জায়গা প্রায় পাকা করে ফেললেন বাঁহাতি ব্যাটার।