ভারত ২৬ জানুয়ারি ৭৭তম প্রজাতন্ত্র দিবসের জন্য প্রস্তুতি নিচ্ছে। নয়াদিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত জাতীয় উদযাপনটি দেশের জন্য অনেক নতুনত্বের সাক্ষী হবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষ জওয়ানদের নেতৃত্ব দেবেন এক তরুণী!
2
9
আগামী ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে সিআরপিএফের প্রায় ১৫০ জন পুরুষ জওয়ানের একটি কুচকাওয়াজ দলের নেতৃত্ব দিতে চলেছেন মহিলা জওয়ান সিমরন বালা। ভারতের ইতিহাসে প্রথম বার এই দৃশ্যের সাক্ষী থাকবে ভারতবাসী।
3
9
সিমরন জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্ত শহর নওশেরার বাসিন্দা। সেখানেই জন্ম সিমরনের। জম্মুর গান্ধীনগরের গভর্নমেন্ট কলেজ ফর উইমেন থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন সিমরন।
4
9
পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, তিনি তাঁর জেলা থেকে একমাত্র মহিলা যিনি সিআরপিএফ অফিসার হয়েছেন। তিনি ২০২৩ সালে ইউপিএসসি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেন এবং সেই বছর পরীক্ষাটিতে উত্তীর্ণ হওয়া প্রথম মহিলা হন। তিনি সর্বভারতীয় র্যাঅঙ্কিংয়ে ৮২তম স্থান অর্জন করেন।
5
9
ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুসারে, সম্পূর্ণ পুরুষদের একটি দলের নেতৃত্ব দেওয়ার জন্য তার এই নির্বাচনটি হয়েছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের কঠিন মহড়ার সময় তার অসাধারণ পারফরম্যান্সের পর। সেখানে তাঁর আত্মবিশ্বাস, নির্ভুল ড্রিল এবং নেতৃত্বদানকারী ক্ষমতা ঊর্ধ্বতন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলে সিমরন সিআরপিএফ ইউনিটকে নেতৃত্ব দেওয়ার সম্মান অর্জন করেন।
6
9
এই বিষয়ে তিনি বলেন, “আমরা দলের ঐক্য, নির্ভুল ড্রিল এবং নির্দেশ পালনের ওপর কাজ করেছি। জাতীয় অনুষ্ঠানে সিআরপিএফ জওয়ানদের নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম সত্যিই ফল দেয়।”
7
9
জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সিমরন আশা করেন ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাঁর অংশগ্রহণ নওশেরার মেয়েদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, “উপত্যকার সব মেয়েদের আমি বলব নিজের ওপর বিশ্বাস রাখো এবং বড় স্বপ্ন দেখ। বর্তমানে সুযোগ যোগ্যতার ওপর ভিত্তি করে দেওয়া হয়। একটি জাতি হিসেবে প্রতিটি ক্ষেত্রে কর্মশক্তির অংশ হিসেবে আমাদের নিবেদিতপ্রাণ নারীদের প্রয়োজন।”
8
9
এই বছরের উদযাপনের মূল থিম হল ‘বন্দে মাতরমের ১৫০ বছর। ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষ নেতা আন্তোনিও কস্তা (ইউরোপীয় কাউন্সিলের সভাপতি) এবং উরসুলা ফন ডের লেয়েন (ইউরোপীয় কমিশনের সভাপতি) প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অংশ নেবেন।
9
9
ভারতীয় সেনাবাহিনী একটি ‘ব্যাটল অ্যারে ফরমেশন’ প্রদর্শন করবে। যেখানে বাস্তবসম্মত পরিস্থিতিতে যুদ্ধের সামরিক সরঞ্জাম চালনা করা হবে। ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন এবং শক্তিবান রেজিমেন্টের মতো নতুন ইউনিটগুলোও এতে অংশ নেবে। রাজ্য ও বিভিন্ন মন্ত্রকের প্রায় ৩০টি ট্যাবলোতে নারীশক্তি, প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্রামীণ উন্নয়নের মতো বিষয়গুলি তুলে ধরা হবে।