বাজেটের হাতে গোনা কয়েকটি দিন। তার আগেই টাকার দামে অনেকটা পতন সকলের মনে ভয় ধরিয়েছে। সেদিক থেকে দেখতে হলে বাজেটে বিষয়টির বড় প্রভাব ফেলবে।
2
9
ভারতীয় টাকা বর্তমানে মার্কিন ডলার কাছে অনেকটাই নতি স্বীকার করেছে। ১ ডলার মার্কিন ডলারের দাম ৯১.৬৩ টাকায় নেমেছে। ফলে সেখানে টাকার ওপর বাড়তি চাপ থাকাই স্বাভাবিক।
3
9
এরফলে অনেকেই মনে করছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে খানিকটা হলেও প্রভাব পড়তে পারে। সেদিক থেকে দেখতে হলে বিশ্বের কাছে ভারতীয় টাকার দাম অনেকটা নিচের দিকেই থাকবে।
4
9
বিশেষজ্ঞরা মনে করছেন এই পতন ভারতের ঘরোয়া স্টক মার্কেটের পক্ষে শুভ নয়। এরফলে আগামীদিনে বিভিন্ন সম্পদের দাম বাড়বে। ফলে সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব ফেলবে।
5
9
ভারতের মতো জনবহুল দেশের অর্থনীতি অনেকটাই কৃষির ওপর নির্ভর করে। কিন্তু ডলারের নিরিখে টাকার দাম কমার ফলে সেখানে বিরাট ধাক্কা লাগবে। দেশের কৃষকরা সেখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন।
6
9
ভারত বিভিন্ন দেশ থেকে তেল, বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য, কাঁচামাল কিনে থাকে। সেগুলি ডলারেই মিটিয়ে দিতে হয়। ফলে এখানে এটি একটি বিরাট ধাক্কা লাগবে।
7
9
তেলের দাম বৃদ্ধির সঙ্গে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধির সরাসরি যোগ রয়েছে। ফলে সেখানে যদি তেলের দামে হেরফের ঘটে তার সবথেকে বেশি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনে।
8
9
বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং প্রতিটি ক্ষেত্রেই ডলারের কাজ সবথেকে বেশি। সেখানে এবার থেকে আপনার পকেট থেকে খসবে বাড়তি অর্থ।
9
9
সামনেই বাজেট। তার আগে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে টাকার ওপরেই জোর দিতে হবে। সেদিক থেকে ডলার নিয়ে কেন্দ্র সরকার কী ভাবছেন তার দিকেই তাকিয়ে থাকবেন দেশবাসী।