আজকাল ওয়েবডেস্ক: অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে যাত্রা শেষ লক্ষ্য সেনের। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতীয় শাটলার। শুক্রবার পুরুষদের কোয়ার্টার ফাইনালে বিশ্বের ছয় নম্বর তারকা চীনের লি শি ফেংয়ের কাছে হেরে শেষ আট থেকেই ছিটকে গেলেন লক্ষ্য। ৪৫ মিনিটের লড়াইয়ে আত্মসমর্পণ করেন ভারতীয় শাটলার। ১০-২১, ১৬-২১ গেমে হারেন লক্ষ্য। কোনও প্রতিরোধ গড়তে পারেননি। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে রয়েছেন লক্ষ্য সেন। লিয়ের বিরুদ্ধে শেষ দুই সাক্ষাৎ জেতেন। তারমধ্যে অন্যতম থমাস কাপ। কিন্তু এদিন লড়াই করতে পারেননি।

প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে চীনের প্রতিপক্ষ। মাত্র ১৭ মিনিটে প্রথম গেম জিতে নেন। ব্রেকে ১১-৪ এ এগিয়ে ছিলেন। গেমে ফিরতে পারেননি লক্ষ্য। দ্বিতীয় গেমে কিছুটা উন্নতি করার চেষ্টা করেন ভারতীয়। কিন্তু ফেংয়ের ধারাবাহিকতার সঙ্গে তাল মেলাতে পারেননি। তবে ব্রেকে তিন পয়েন্টে এগিয়ে ছিলেন। কিন্তু শেষপর্যন্ত চীনা প্রতিপক্ষের আগ্রাসনের কাছে হার মানেন। ব্রেকে পিছিয়ে থাকা সত্ত্বেও বাজিমাত করেন ফেং। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও যথেষ্ঠ ভাল খেলেন লক্ষ্য। এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে স্ট্রেট গেম জেতেন।