সিঁথির মোড় এলাকায় যুবকের রহস্যমৃত্যু। কুঁয়ো থেকে উদ্ধার দেহ। মৃত বছর চব্বিশের সুমন মাইতি মহিষাদলের বাগদার বাসিন্দা। জানা গিয়েছে, প্রায় ১৪ বছর ধরে সিঁথির মোড়ে সোনার দোকানে কাজ করত সুমন। জামাইবাবুর সঙ্গে কলকাতায় কাজ করতে এসেছিল ওই যুবক। রবিবার সকাল থেকেই খোঁজ মিলছিল না সুমনের। দুপুরের দিকে গহনার দোকান সংলগ্ন কুঁয়ো থেকে দেহ উদ্ধার হয় সুমনের। ছেলেকে খুন করা হয়েছে, দাবি পরিবারের। মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে পুলিশ।