আজকাল ওয়েবডেস্ক: বাড়ির ছাদ, বারান্দা থেকে আচমকাই উধাও মহিলাদের অন্তর্বাস। একটি, দু'টি বাড়িতে নয়। একাধিক জায়গায় মহিলাদের অন্তর্বাস চুরির অভিযোগ। টাকা, গয়না ছেড়ে হঠাৎ মহিলাদের অন্তর্বাস কেন চুরি যাচ্ছে? অবশেষে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কাণ্ড শুনে চোখ কপালে পুলিশের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমকুরুতে। পুলিশ জানিয়েছে, তুমকুরুর বহু মহিলা, পড়ুয়া অভিযোগ জানান, বাড়ি, হস্টেল থেকে অন্তর্বাস চুরি হয়ে যাচ্ছে। দামি জিনিসপত্র ছেড়ে চোর শুধুমাত্র মেয়েদের অন্তর্বাস নিয়ে পালিয়ে যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই অভিযুক্তকে শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শরৎ। ২৫ বছর বয়সি যুবক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তাঁর বাবা-মা পেশায় শিক্ষক। পুলিশি জেরায় মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনাটি তিনি স্বীকার করেন। শরৎ জানিয়েছেন, তিনি নীল ছবিতে আসক্ত। পড়াশোনা ছাড়া সারাদিন নীল ছবি দেখেন। সেই আসক্তি থেকেই মহিলাদের অন্তর্বাস চুরি করেন।
এ ঘটনার পর শরৎকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কিছুক্ষণ পরেই জামিন পেয়ে যান। কারণ এলাকার ছাত্রীরা লিখিত অভিযোগ দায়ের করেননি। মেধাবী ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কাণ্ড শুনে চমকে গেছে তাঁর পরিবারও।
