আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সের ভেতর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। স্বাভাবিক ভাবেই দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ইতিমধ্যে ওই যুবকের বিস্তারিত পরিচয় উদ্ধার করা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। বয়স ২১ বছর। ওড়িশার ওই যুবক অতি সম্প্রতি কলকাতায় এসেছিলেন কাজের খোঁজে। জানা গিয়েছে যুবকের বাবার নাম গণেশ চন্দ্র বারিক। তাঁর বাবা ইডেনের কর্মী। কলকাতায় এসে ওই যুবক তাঁর বাবা এবং কাকুর সঙ্গে ইডেনের সিএবি স্টাফ কোয়ার্টারে থাকতেন। রবিবার থেকে ওই থেকে যুবক নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে খুঁজে না পেয়ে ময়দান থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। সোমবার সকালে ইডেনের কে ব্লকের গ্যালারি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সিএবি-এর একজন গ্রাউন্ড স্টাফ  এক যুবকের দেহ ঝুওন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।