আজকাল ওয়েবডেস্ক: তিনি শিল্পপতি, জেএসডবলিউ গোষ্ঠীর কর্ণধার। তাঁর বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের। অভিযোগ তুলেছেন এক চিকিৎসক-অভিনেত্রী। এবার অভিযোগকারিণীর অভিযোগের পাল্টা বিবৃতি দিলেন শিল্পপতি। বললেন, অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ৩০ বছরের চিকিৎসক - অভিনেত্রী বুধবার অভিযোগ দায়ের করেছেন, ২০২২ সালের জানুয়ারিতে সংস্থার দপ্তরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন সজ্জন জিন্দল। অভিযোগ পত্রে অভিযোগকারিণী ২০২১ সালের আইপিএল ম্যাচ চলাকালীন তাঁদের পরিচয় থেকে শুরু করে ২০২২ সালের ঘটনা পর্যন্ত জানিয়েছেন। অভিযোগ, শিল্পপতি তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি জিন্দল তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিতে মুখ খুললেন খোদ জিন্দল। কী বললেন শিল্পপতি? সাফ জানিয়েছেন, অভিযোগকারিণীর অভিযোগ ভিত্তিহীন, অসত্য। সঙ্গেই তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। এবং যেহেতু এই বিষয় তদন্তাধীন, তাই তিনি আপাতত এই প্রসঙ্গে আর মন্তব্য করবেন না।
অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, কী বললেন সজ্জন জিন্দল?
আজকাল ওয়েবডেস্ক: তিনি শিল্পপতি, জেএসডবলিউ গোষ্ঠীর কর্ণধার। তাঁর বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের। অভিযোগ তুলেছেন এক চিকিৎসক-অভিনেত্রী। এবার অভিযোগকারিণীর অভিযোগের পাল্টা বিবৃতি দিলেন শিল্পপতি। বললেন, অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ৩০ বছরের চিকিৎসক - অভিনেত্রী বুধবার অভিযোগ দায়ের করেছেন, ২০২২ সালের জানুয়ারিতে সংস্থার দপ্তরের পেন্টহাউসে তাঁকে ধর্ষণ করেছেন সজ্জন জিন্দল। অভিযোগ পত্রে অভিযোগকারিণী ২০২১ সালের আইপিএল ম্যাচ চলাকালীন তাঁদের পরিচয় থেকে শুরু করে ২০২২ সালের ঘটনা পর্যন্ত জানিয়েছেন। অভিযোগ, শিল্পপতি তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি জিন্দল তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিতে মুখ খুললেন খোদ জিন্দল। কী বললেন শিল্পপতি? সাফ জানিয়েছেন, অভিযোগকারিণীর অভিযোগ ভিত্তিহীন, অসত্য। সঙ্গেই তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। এবং যেহেতু এই বিষয় তদন্তাধীন, তাই তিনি আপাতত এই প্রসঙ্গে আর মন্তব্য করবেন না।
