সমীর ধর, আগরতলা: রীতিমতো দুর্ধর্ষ হলিউডি বা বলিউডি ক্রাইম-থ্রিলারের ঢঙে গাড়ি থামিয়ে দিন-দুপুরে ডাকাতি ত্রিপুরায়। আতঙ্ক এলাকায়। প্রথমে বন-পাহাড় ও লোকালয়ের মাঝখান দিয়ে পিচ-রাস্তায় রোমহর্ষক কার-চেজিং। তারপর ছুটতে ছুটতেই দুই পাশ থেকে ডাকাতদের দুটি গাড়ি মাঝখানের মারুতি ভ্যানটিকে থেঁতলে থামিয়ে লুঠ করে নিয়ে যায় ১৮ কার্টন দামি মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে শনিবার। আগরতলা পুর নিগম এলাকা লাগোয়া শ্রীনগর থানা এলাকার ব্রজেন্দ্র কলোনিতে এই ডাকাতির ঘটনা ঘটে। মারুতি ভ্যানের চালক এবং অপর আরোহী পুলিশকে জানান, তাঁরা আগরতলা থেকে বিকল্প পথে গাবর্দি-টাকারজলা হয়ে সোনামুড়ায় দোকানের মালপত্র নিয়ে যাচ্ছিলেন। চালক জানিয়েছেন, "সোজা জাতীয় সড়কে বিশালগড় হয়ে মালপত্র নিতে গেলে দিন-দুপুরে ছিনতাই হচ্ছে বা জবরদস্তি মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে। তাই সোনামুড়া, মেলাঘর, বিশ্রামগঞ্জের ব্যবসায়ীরা ইদানীং গাবর্দি হয়ে মালপত্র নিয়ে যাচ্ছেন।" ডাকাতরা তাঁদের দুজনকে গাড়ি থেকে টেনে নামিয়ে ব্যক্তিগত মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে। ১৮ কার্টন মোবাইল ফোন লুঠের পর তাঁদের মারুতি ভ্যানটি ভাঙচুর করে ডাকাতরা নিজেদের গাড়ি নিয়ে চম্পট দেয়। পুলিশ তদন্ত করছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহল। সম্প্রতি আগরতলা-সহ জেলা-শহরগুলোতেও চুরি-ছিনতাই বহুগুণ বেড়েছে । কিন্তু, এভাবে গাড়ি ধাওয়া করে ডাকাতির ঘটনা আগে শোনা যায়নি।