নিজস্ব সংবাদদাতা: চুপিসারে ভালবাসার মানুষের সঙ্গে আংটি বদল করলেন অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী। টলিউডের কিছু কাছের বন্ধু এবং পরিবারকে সঙ্গে নিয়ে জীবনের এই বিশেষ দিনটি কাটালেন অর্কজ্যোতি। তবে এই বিশেষ দিনের কথা কাউকে সেভাবে টের পেতে দিলেন না অভিনেতা। 

সান বাংলার 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন অর্কজ্যোতি। সমাজমাধ্যমে কখনওই নিজের প্রেমিকার ছবি প্রকাশ্যে আনেননি। এমনকী বিশেষ দিনের ছবি নিজেও তেমনভাবে ভাগ করে নেননি। 


২০২৫ এর শুরু থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন টলিপাড়ার একাধিক তারকারা। রুবেল-শ্বেতা, মল্লিকা-রুদ্রজিৎ, অনন্যা-সুকান্তর পর এবার প্রেমিকা রাইয়ের সঙ্গে নতুন পথচলা শুরু করলেন অর্কজ্যোতি। আংটি বদলের পর মালা বদলও হয় তাঁদের। এই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে অর্কজ্যোতি নিজে না ভাগ করলেও হবু স্ত্রীর হাতে হাত রাখা একটি ছবি ভাগ করে নতুন জীবন শুরুর ইঙ্গিত দিলেন অভিনেতা।