আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। প্রতিটি দলই নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যস্ত। ২১ ডিসেম্বর হবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। কোন পথে আগামী বছরের লোকসভা নির্বাচনের লড়াই হবে তার ছক সাজাতেই এই বৈঠক হবে বলেই জানা গিয়েছে। দিল্লিতে কংগ্রেসের হেডকোয়ার্টারে হবে এই বৈঠক। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেখানে আসন সমঝোতা নিয়েই প্রধানত আলোচনা হবে। এরপরই নিজেদের মধ্যে বৈঠকে বসবে কংগ্রেস। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী একটি যাত্রা করবেন। কংগ্রেসের বৈঠকে সেই যাত্রা নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যেই একটি স্লোগান রচনা করা হয়েছে ইন্ডিয়া জোট নিয়ে। কংগ্রেসের এক নেতা জানালেন, বিজেপিকে হারাতে হলে একলা নয়, একসঙ্গে হাতে হাতে মিলিয়ে লড়তে হবে। কংগ্রেসের বৈঠকে সাম্প্রতিক কালে ৫ রাজ্যের বিধানসভা রায়ের ফলাফল নিয়েও আলোচনা হবে। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজধানী।
