সংবাদ সংস্থা মুম্বই: অভিষেক বচ্চনের পাশে বরাবরই দাঁড়িয়েছেন অমিতাভ। কেরিয়ারের প্রথম থেকেই অভিষেকের অভিনয়ের তুলনা টানা হয়েছে অমিতাভের সঙ্গে। বিষয়টি নিয়ে একাধিকবার আক্ষেপ প্রকাশ করার পাশাপাশি সুযোগ পেলেই অভিষেকের অভিনয়গুণের প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। এবারও যেমন হল।
সদ্য মুক্তি পেয়েছে ‘বি হ্যাপি’-র প্রথম ঝলক। সেখানে নানা ভাবে এক একাকী পিতারূপে অভিষেককে দেখে অনুরাগীরা প্রশংসা করেছেন তাঁর। এক্স হ্যান্ডলে অভিষেককে উল্লেখ করে এক অনুরাগী লিখেছেন, “অভিষেক অকারণ ‘নেপোটিজ়ম’-এর নেতিবাচকতায় আক্রান্ত। অথচ, ওঁর অভিনয় জীবনে ভাল ছবির সংখ্যা অনেক বেশি।” এই বক্তব্যকে সমর্থন করে অমিতাভ লিখেছেন, “আমারও ঠিক একই কথা মনে হয়... সেটা শুধু আমি ওর বাবা বলে নয়।”
I feel the same .. and not just because I am his Father https://t.co/PvJXne1eew
— Amitabh Bachchan (@SrBachchan)Tweet by @SrBachchan
এক্স হ্যান্ডলে ‘বি হ্যাপি’-র ঝলক ভাগ করে লিখেছেন, “অভিষেক, তুমি অসাধারণ... যে ভাবে প্রতিটা ছবির চরিত্রকে ভিন্ন ভাবে গ্রহণ করো তা শিল্পের পর্যায়ে পৌঁছয়, অনন্য... ভাইয়ু তোমাকে ভালবাসি।” উল্লেখ্য, সুজিত সরকার পরিচালিত ছবি 'আই ওয়ান্ট টু টক'-এ মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিষেককে। সে ছবিতে অভিষেকের অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন 'শাহেনশাহ'। এর আগে, অভিষেক ও ঐশ্বর্য রাইয়ের বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়েছিল। সে সময়ে তিনি একটি দীর্ঘ ভ্লগে বলেছিলেন, “আমার বাড়িতে সব ঠিক আছে। গণমাধ্যমের খবর ভিত্তিহীন।”
অমিতাভের এই মন্তব্য স্বজনপোষণ বিতর্ককে নতুন মোড় দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন, “অভিষেকের প্রতিভা আছে, কিন্তু তিনি তারকা সন্তান হওয়ায় বেশি সমালোচনার শিকার।” অন্যরা বলছেন, “বিগ বি-র সমর্থনই প্রমাণ করে যে পরিবারের প্রভাব কতটা কাজ করে।”
