সংবাদ সংস্থা মুম্বই: রুপোলি পর্দায় তো বটেই, ক্যামেরার নেপথ্যেও অক্ষয় কুমারের ক্যারিশ্মা কিছু কম নয়। অন্তত তাঁর প্রাক্তন প্রেমিকাদের লম্বা তালিকার দিকে নজর দিলে তা বোঝা খুব একটা কঠিন নয়। নব্বইয়ের দশকে একাধিক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অক্ষয়। আবার বর্তমানে তাঁদের সঙ্গে বড়পর্দায় অভিনয় করা থেকে থেকে শুরু করে অনুষ্ঠানে গানের সুরে পা মেলানো, সবকিছুই চুটিয়ে করছেন ‘খিলাড়ি’। সম্প্রতি এক ফিল্মি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে নেচে ওঠেন অক্ষয়-শিল্পা।  ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল এই জুটির জনপ্রিয় ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। সেই ছবির জনপ্রিয় গান- ‘চুরা কে দিল মেরা’ গানের সুরে একসঙ্গে পা মিলিয়ে তাঁদের রসায়নের সেই পুরনো স্মৃতিকেই তাজা করলেন অক্কি-শিল্পা। 

 

অনুষ্ঠানের ক্লাসিক আইভরি গ্ল্যামারের থিম মেনে অক্ষয় একটি অল-হোয়াইট স্যুটে হাজির হয়েছিলেন, অন্যদিকে শিল্পাকে জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা শাড়িতে হাজির হয়েছিলেন। সদ্য ভাইরাল হয়েছে সেই অনুষ্ঠানের একটি অদেখা মুহূর্তের ভিডিও। তাতে দেখা যাচ্ছে নাচার আগে মাইক হাতে উপস্থিত দর্শক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলছেন, “বিধিসম্মত সতর্কীকরণ আগে থাকতেই দিয়ে দিচ্ছি।...আমাদের পরা পোশাকের রঙের মতোই কিন্তু আমাদের দু'জনের হৃদয় ও মানসিকতা স্বচ্ছ ও পরিষ্কার...” শিল্পার কথা শেষ হওয়ার আগেই তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন অক্ষয়। বলি-অভিনেতার এই দুষ্টুমি দেখে ততক্ষণে হাসির রোল উঠেছে চারপাশে। এরপরেই শিল্পাকে কাছে টেনে ‘চুরা কে দিল মেরা’ গানের সুরে নাচতে শুরু করেন অক্ষয়।

 

বহু বছর পর এই দুই তারকাকে একসঙ্গে দেখা অনুরাগীদের কাছে কিছু কম আনন্দের ছিল না। সকলেরই আশা ফের একবার রুপালি পর্দাতেও জুটি বাঁধুন অক্ষয় ও শিল্পা। ‘ইনসাফ’, ‘জানোয়ার’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ধড়কন’—অক্ষয় কুমারের সঙ্গে একাধিক ছবি করেছেন শিল্পা। এক সময়ে দু’জনের ঘনিষ্ঠতাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল।অক্ষয় এবং শিল্পার প্রেম নিয়ে গুঞ্জন কম হয়নি। আবার দু’জনের বিচ্ছেদও হয়েছে বহু বিতর্কের পর। শিল্পা জানতে পেরে গিয়েছিলেন, তাঁর পাশাপাশি টুইঙ্কল খন্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখেছিলেন অক্ষয়। তারপর অক্ষয়ের থেকে সরে আসেন তিনি। অবশেষে ২০০১ সালে টুইঙ্কলের সঙ্গেই সাত পাক ঘোরেন অক্ষয়।