সংবাদসংস্থা মুম্বই:
মন্নত-এ-ভরসা
‘ছাবা’ ছবিতে ভিকি কৌশলের পাশাপাশি দারুণ প্রশংসিত হয়েছে বিনীত কুমার সিংয়ের অভিনয়। এর আগেও ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘মুক্কাবাজ’-এর মতো ছবিতে নজর করেছিলেন বিনীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে, বিনীত জানান যাঁরা কোনও ‘গডফাদার’ ছাড়া মুম্বইতে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে সামিল হন, তাঁদের কাছে ভরসার জায়গা শাহরুখ খানের এই প্রাসাদসম বাড়ি। অভিনেতার কথায়, “কেরিয়ারের কঠিন সময়ে মন্নতের সামনে গিয়ে বসে থাকতাম। একটা অদ্ভুত জোর পেতাম মনে। আসলে এই বাড়িটা একটা সাহসের প্রতীক, ভরসার প্রতীক আমরা যাঁরা ইন্ডাস্ট্রির বাইরের মানুষ...তাঁদের কাছে। মন্নত নীরবে বলে স্বপ্ন দেখা ছেড়ো না। হাল ছেড়ো না বন্ধু!”
রণবীরকে ‘শাহেনশাহ’র শুভেচ্ছা
গত ফেব্রুয়ারি মাসেই মুম্বইয়ে বান্দ্রা অঞ্চলে চালু করলেন তাঁর লাইফস্টাইল ব্র্যান্ড ‘আর্কস’-এর প্রথম শোরুম।গত বছরই নিজের এই ব্র্যান্ডের বিষয়ে মুখ খুলেছিলেন খোদ রণবীর। জানিয়েছিলেন, বহুদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল এমন কিছু ডিজাইনের পোশাক, জুতো তৈরি করার যাতে তিনি নিজে স্বচ্ছন্দ। এবার রণবীরের পোশাক সংস্থার ভূয়সী প্রশংসা শোনা গেল অমিতাভ বচ্চনের মুখে। রণবীরকে তাঁর এই নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখেছেন ‘বিগ বি’ –“আর্কস -এর যে স্নিকার্স জোড়া আমার জন্য পাঠিয়েছিলে, পেয়ে খুব খুশি হয়েছি। তোমাকে আন্তরিক ধন্যবাদ। জুতোজোড়া পরে খুব আরাম পেয়েছি। এই সংস্থার সাফল্য কামনা করি।” অমিতাভের সেই চিঠি আর্কস-এর পেজের তরফে সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে।
কবে আসছে ‘মেট্রো’র সিক্যুয়েল?
গুজবে কান দেবেন না! চলতি বছরেই মুক্তি পাবে অনুরাগ বসু পরিচালিত ছবি 'মেট্রো ইন দিনো'। এমনটাই জানানো হল ছবির নির্মাতাদের তরফে। মেট্রো ছবির এই সিক্যুয়েল নিয়ে বহু বছর ধরেই অপেক্ষা করে রয়েছেন ছবিপ্রেমী দর্শকের দল। সম্প্রতি, শোনা গিয়েছিল চলতি বছরেও নাকি মুক্তি পাবে না এই ছবি। তবে সেসব যে স্রেফ গুজব তা সমাজমাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ঘোষণা করে জানানো হল ছবির নির্মাতাদের তরফে। 'মেট্রো ইন দিনো'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সোহা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, আলি ফজলকে দেখা যাবে।
