আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যে দিনের আলোয় বধূকে চরম নির্যাতন। ঘর থেকে টেনে, হিঁচড়ে বাইরে বের করে, বেধড়ক মারধর করলেন শ্বশুরবাড়ির লোকেরা। এদিকে বধূর কান্নার আওয়াজ শুনেও তাঁকে বাঁচাতে ছুটে এলেন না কেউ। যোগীরাজ্যে বধূ নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়তেই তদন্ত শুরু করল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। পুলিশ জানিয়েছে, বধূর শ্বশুরবাড়ি বলাই পট্টি গ্রামে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বধূকে দু'জন পুরুষ ও একজন মহিলা লাঠির বাড়ি দিয়ে চরম শারীরিক নির্যাতন করছেন। লাঠির আঘাতে হাউমাউ করে কেঁদে ওঠেন বধূ। প্রতিবেশীরা আর্তনাদ শুনেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি। 

 

ভিডিও দেখেই তদন্তে নামে পুলিশ। বধূর অভিযোগ, সেদিন স্বামীর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। স্বামীর অবর্তমানে তাঁকে মারধর করেন শ্বশুর, শাশুড়ি ও দেওর। ঘর থেকে বাইরে বের করে একের পর এক থাপ্পড় মারেন শ্বশুর। লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন শাশুড়ি ও দেওর। প্রাণে বাঁচতে একবার ছুটে পালানোর চেষ্টা করেন তিনি। তখন তাঁকে ধরে আবারও মারধর করেন শ্বশুর। বধূর অভিযোগের ভিত্তিতে এবং ছড়িয়ে পড়া ভিডিও দেখে তদন্ত শুরু করেছে দেওরিয়া পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।