আজকাল ওয়েবডেস্ক :  টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক ফের বাবা হলেন। যদি এই খবরটি সত্যি বলে বিশ্বাস করা হয় তবে এটি তার ১৪তম সন্তান। 
তার শেষ সন্তান এসেছে শিভন জিলিসের গর্ভে। তার ইতিমধ্যেই আরও তিনটি সন্তান রয়েছে। জিলিস নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছে যাকে মাস্ক নিজেই মেনে নিয়েছেন। শিশুটি কখন জন্মগ্রহণ করেছে তা জিলিস বলেননি। 


২০২১ সালে মাস্ক জিলিসকে বিয়ে করে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। ২০২৪ সালে, জিলিস মাস্কের তৃতীয় সন্তানের জন্ম দেন। অ্যাশলে সেন্ট ক্লেয়ার মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার পর জিলিস ঘোষণা করেন তার গর্ভেও মাস্কের সন্তান রয়েছে। 


মাস্ক পাঁচ বছর বয়সী একটি পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছিলেন তিনি "ফাঁদে" পড়েছেন। সেই সময় তিনি শুধু লিখেছিলেন, "ওহ"। সেন্ট ক্লেয়ার বলেছিলেন যে তিনি চুপ থাকতে ইচ্ছুক কারণ এটি তার নবজাতকের গোপনীয়তাও রক্ষা করবে। 

 

?ref_src=twsrc%5Etfw">February 28, 2025


কিছুদিন আগে অ্যাশলে নামের এক মহিলা দাবি করেছিলেন তিনি নাকি মাস্কের ১৩ তম সন্তানের মা হয়েছেন। তিনি ৫ মাস আগে তার সন্তানকে জন্ম দিয়েছেন। এই সন্তানের পিতা ইলন মাস্ক। ওই মহিলা আরও জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁকে গোপনে রাখতে বলেছিলেন মাস্ক। তবে সন্তানের ভবিষ্যতের কথা মনে রেখে তিনি এবার সমস্ত তথ্য সকলের সামনে নিয়ে এলেন। গোটা বিশ্বের এটা জানা দরকার মাস্ক তার ১৩ তম সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের জন্ম দেওয়ার পর মাস্কের সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তবে মাস্ক তার প্রতি অবহেলা দেখান। তাই তিনি এই ধরণের একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। মাস্কের সন্তান থাকার পরও তিনি আরও সন্তান চান। তাই তিনি তাঁকে গোপনে বিয়ে করেছেন। 

 


মাস্কের বর্তমান বয়স ৫২ বছর। তার ১২ টি সন্তান রয়েছে। তিনটি স্ত্রী রয়েছে মাস্কের। প্রথম স্ত্রী জাস্টিনের রয়েছে ৫ টি সন্তান। দ্বিতীয় স্ত্রীর কাছে থেকে তার ৩ টি সন্তান রয়েছে। তৃতীয় স্ত্রীর কাছে তার চারটি সন্তান রয়েছে। ফের একবার বাবা হলেন তিনি। তবে এবারও কী রয়ে গেল প্রচুর প্রশ্ন। উত্তর নেই কারও কাছেই।