আজকাল ওয়েবডেস্ক:‌ চীনে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। রাজধানী বেজিংয়ের চ্যাংপিং জেলায় দুটি সাবওয়ে ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৫০০ যাত্রী। তার মধ্যে অন্তত ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক। 
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় এই দুর্ঘটনা ঘটে। প্রবল তুষারপাতের জেরে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মধ্যে অন্তত ৪০০ জনকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে চ্যাংপিং জেলার একটি উঁচু পাহাড়ি এলাকায়। প্রসঙ্গত, চীনের সাবওয়েতে এই ধরনের দুর্ঘটনা খুবই বিরল। তবে প্রচণ্ড তুষারঝড়ের কারণে সাবওয়ের লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। চীনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুষারঝড়ে সাবওয়ের সিগন্যাল ব্যবস্থা অস্পষ্ট হয়ে পড়েছিল। এর ফলে একটি ট্রেন হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। ওই সময় আরেকটি ট্রেন একই লাইন দিয়ে আসছিল। কিন্তু লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় ওই ট্রেনটি সময়মতো ব্রেক করতে পারেনি। ফলে সেটি পেছন থেকে থেমে থাকা ট্রেনটিতে সজোরে ধাক্কা মারে।