আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামে তুষারধস। বরফের তলায় চাপা পড়ে রয়েছেন ৫৭ জন শ্রমিক। গত দু'দিন ধরেই প্রবল তুষারপাত হচ্ছিল উত্তরাখণ্ড জুড়ে। শুক্রবার সকালে তা তুষারধসের আকার নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।

উত্তরাখণ্ডের মানা এবং ঘাস্তোলিকে সংযোগকারী জাতীয় সড়কের উপর তুষারধসের ঘটনাটি ঘটে। বরফের তলায় চাপা পড়া শ্রমিকরা সকলেই বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-র চুক্তিভিত্তিক কর্মী। স্থানীয় প্রশাসন এবং বিআরও-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। 

গত ৪৮ ঘণ্টায় প্রবল তুষারপাতের জেরে হিমবাহে ধস নামে। হিমাবাহের কাছে যে এলাকায় নির্মানকাজ চলছিল তুষারধসের জেরে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারে তরফ থেকে বদ্রীনাথের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি উঁচু এলাকায় তুষারধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জনগণকে উঁচু এলাকায় যেতে বারণ করা করে হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার এবং তুষারধসপ্রবণ এলাকায় ভ্রমণ করতে যেতে মানা করা হয়েছে।