আজকাল ওয়েবডেস্ক: যে কায়দায় হামলা হয়েছে তাতে গণতন্ত্র রক্ষায় ব্যর্থ সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন বিরোধীরা। তারা বলেন, সমস্ত দিক দিয়ে ব্যর্থ হয়েছে মোদি সরকার। অমিত শাহের উচিত অবিলম্বে পদত্যাগ করা। প্রতাপ সিমহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন এই ধরণের ঘটনা ঘটেছে তার জবাব দিতে হবে অমিত শাহকে। বিরোধীদলের এই দাবিকে কিছুটা হলেও মেনে নিয়েছেন খোদ অমিত শাহ। আগামী দিনে এই ধরণের ঘটনা যাতে আর না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অমিত শাহ।