আজকাল ওয়েবডেস্ক: ভয়ে কাঁটা সকলে, দু'চোখের পাতা এক হলেই শিউরে উঠছেন সবাই! রাত বাড়লেই কেউ লাঠি হাতে, কেউ অন্য়ান্য জিনিস নিয়েই রাস্তায় বেরিয়ে পড়ছেন। সকলেই ভীত, সন্ত্রস্ত। কী এমন হল যে সকলেই এত ভয় পাচ্ছেন?
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের 'গোলা কা মন্দির' থানা এলাকার সূর্য বিহার কলোনিতে প্রবল আতঙ্ক। আসলে, দিন কয়েক আগেই ওই এলাকার বাসিন্দা ভোলারাম শ্রীবাসের বাড়িতে গভীর রাতে এক ব্যক্তি ছোট্ট ইঁটের টুকরোর সঙ্গে একটি চিঠি বেঁধে ছুঁড়ে মারেন। সেই চিঠির কয়েকটি শব্দই সব এলোমেলো করে দিয়েছে স্তানীয়দের। চিঠিতে লেখা রয়েছে, "আমি চোর, আমাকে চুরি করতে দাও, নাহলে সবাইকে মেরে ফেলব। শান্তিতে চুরি করতে দাও, নাহলে তোমরা সবাই মারা যাবে।"
এরপরই সূর্য বিহার কলোনিতে সকলে থরহরি-কম্প। যেকোনও সময় ভোলারাম শ্রীবাসের তাঁদের বাড়িতেও ওই চিঠি আসতে পারে বলে আশঙ্কা তাঁদের। খবর দেওয়া হয়েছে পুলিশে। তবে, ওই চিঠি বা চোর- কোনও কিছুরই এখনও কূল কিনারা হয়নি।
স্থানীয়রা বাসিন্দাদের কথায়, এলাকায় একটি বাগান আছে, যেখান দিয়েই চোরেরা ওই এলাকায় ঢোকে। গত ১৫ দিন ধরে একাধিকবার চোরেদের আসা-যাওয়া করছে বলেও টেন মিলেছে। এরপরই ওই চিঠি! ফলে বাসিন্দারা সারা রাত জাগতে শুরু করেছেন। অভিযোগ পেয়েই, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু কোনও কিছুর কিনারা হয়নি। চিঠিটি বাজেয়াপ্ত করা হয়েছে, তদন্ত চলছে। পুলিশের সন্দেহ, এই কাজ কোনও বাচ্চা মজা করে করেছে।
