আজকাল ওয়েবডেস্ক : মহাদেব অ্যাপ নিয়ে এবার তৎপরতা শুরু। অভিনেতা সাহিল খানকে জেরা করা হবে। যেভাবে ভোটের আগে এই ঘটনার জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল তা সকলের জানা। ১৫ হাজার কোটি টাকার এই তদন্তে আরও ৩ জনকে তলব করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। দুবাই পুলিশ ধৃতকে ভারতের হাতে তুলে দেবে। এই ঘটনার সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়িয়েছে। তাই এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেভাবে এই ঘটনায় টাকা লেনদেন হয়েছে তার ফলে রীতিমতো অবাক তদন্তকারী অফিসাররা। ভোটের আগে যেভাবে এই নিয়ে জল্পনা হয়েছিল তা কারও নজর এড়ায়নি। এই ঘটনায় ইতিমধ্যে ২৪ জনের নাম চার্জশিটে বলা হয়েছে। মূলত হাওলার মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করা হত। বেশ কয়েকটি বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। রায়পুর, মুম্বাই, ভূপালে চলত এই কাজ। এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন প্রোমোটার জড়িয়ে রয়েছে। তাদের খুঁজে বের করতে শুরু হয়েছে তল্লাশি।