আজকাল ওয়েবডেস্ক: সংসদ হামলায় আটক আরও ২। জিজ্ঞাসাবাদ করার জন্য শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেল মহেশ এবং কৈলাস নামের দুজনকে আটক করেছে। স্পেশাল সেল তাদের জিজ্ঞাসবাদ করবে বলেই জানা গিয়েছে। বুধবার থেকে দেশ উত্তাল সংসদ হামলা নিয়ে। ঠিক ২২ বছর আগের ঘটনা উসকে ১৩ ডিসেম্বর সুংসদে হামলা হলে। দুজন যুবক ঢুকে পড়ে স্মোক বম্ব নিয়ে। বাইরেও চলে স্লোগান। ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা গেলেও বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত অধরা ছিল মূল চক্রী ললিত ঝা। তার খোঁজ করতে গিয়েই উঠে আসে বাংলা যোগের প্রসঙ্গ। কলকাতায় ললিতের ঠিকানা মিললেও তার হদিশ মেলেনি। বড়বাজারের পর ললিতের বাগুইআটিতেও ঠিকানার হদিশ মিলেছে। বৃহস্পতিবার বেশি রাতে কর্তব্যপথ থানায় গিয়ে ললিত আত্মসমর্পণ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। আগেই জানা গিয়েছে, হামলা ঘটনায় যে ৬ জনকে আটক করা হয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভগত সিং ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত ছিল। তার মাঝেই ফের ২ জনকে হামলা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।