আজকাল ওয়েবডেস্ক: নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে ১৫ ফেব্রুয়ারি ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ভিডিওগুলি সরানোর নির্দেশ দিল রেল মন্ত্রক। পদপিষ্টের ফলে বহু যাত্রী হতাহত হন, যা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ঘটনার পর রেল মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-কে ২৬৫টি ভিডিও লিংক সরানোর নির্দেশ দিয়েছে, যেখানে পদপিষ্টের মুহূর্তগুলি তুলে ধরা হয়েছে। মন্ত্রকের দাবি, এই ভিডিওগুলি "ভুল তথ্য" ছড়াচ্ছে এবং "উস্কানিমূলক" কনটেন্ট হিসাবে ব্যবহার হতে পারে, যা জনমনে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে মন্ত্রক।
রেল মন্ত্রক এক্স-কে ৩৬ ঘণ্টার মধ্যে এই ভিডিওগুলি সরানোর সময়সীমা বেঁধে দিয়েছে। একটি সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে সামাজিক অস্থিরতা এবং অপপ্রচার এড়ানোর জন্য। এই ধরনের ভিডিওগুলি দেখে ভিড়ের পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে ভুল ধারণা তৈরি হতে পারে, যা রেলওয়ে পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। রেল মন্ত্রকের এক মুখপাত্র বলেন, "এই ভিডিওগুলি নিহতদের পরিবার ও অন্যদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই আমরা অবিলম্বে ভিডিওগুলি সরানোর সিদ্ধান্ত নিয়েছি।"
এর আগেও, একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল ইউটিউব এবং ইনস্টাগ্রামের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি অনুযায়ী প্ল্যাটফর্মে ‘গ্রাফিক কনটেন্ট’ বিভাগ করা হলেও তা সঠিকভাবে লেবেল করা হয়নি। উল্লেখ্য, মন্ত্রক এটি নিশ্চিত করতে চায় যে প্ল্যাটফর্মগুলিতে প্রচারিত কনটেন্ট যেন কোনো রকম ভুল তথ্য বা সামাজিক উত্তেজনা সৃষ্টি না করে।
এই পদক্ষেপ সরকারের তথ্য প্রযুক্তি আইন ২০২১ অনুযায়ী নেওয়া হয়েছে, যেখানে স্পর্শকাতর বিষয়বস্তু প্রচার রোধের ক্ষমতা রয়েছে।
