সংবাদসংস্থা মুম্বই: জালিয়াতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এখন সমাজমাধ্যমও জালিয়াতির মূল আখড়া হয়ে উঠেছে। যার জেরে সমস্যায় পড়ছেন বহু নেটিজেন থেকে তারকা। এক অভিনেত্রীর হাজার হাজার টাকা জলে যাওয়ার কাণ্ড তুলে ধরলেন করণ জোহর।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে করণ অভিনেত্রীর নাম না করেই এমন এক জালিয়াতির ঘটনা তুলে ধরেছেন। তিনি বলেন, "ঘটনা ঘটেছিল বলিউডের এক নামজাদা অভিনেত্রীর সঙ্গে। সে খুব ভাল বন্ধু আমার। বিশ্বাস করে নিজের এই ঘটনা আমার সঙ্গে ভাগ করেছে সে, তাই তার নাম উল্লেখ করছি না।"
করণের কথায়, "ওই অভিনেত্রী নিজের ফ্যাশন নিয়ে খুব সচেতন। তাই বিভিন্ন ধরনের পোশাক কেনা তার স্বভাব। অনলাইন মাধ্যমে একটি পোশাক নজর কাড়ে তার। ৪.৫ লক্ষ্য টাকা দামের ওই পোশাকটি সে ওই সংস্থার কাছে মাত্র ৮২,০০০ টাকায় পাচ্ছিল। দামের এই ছাড়টি সে কিছুতেই হাতছাড়া করতে চায়নি। তাই যোগাযোগ করে ওই সংস্থার সঙ্গে। তাঁরা অভিনেত্রীকে অনলাইনে টাকা পাঠিয়ে পোশাকটি কিনে নিতে বলেন। অভিনেত্রীও তাই করে। কিন্তু শেষমেশ পোশাকটি তার কাছে এসে পৌঁছয়নি। পুরোপুরি চোট যায় টাকা।"
এই ঘটনার সঙ্গে করণ উল্লেখ করেন, বর্তমানে সমাজমাধ্যমে দেখে কোনও সংস্থাকে বিশ্বাস করাটা উচিত নয়। কারণ প্রায় প্রতিদিন জালিয়াতের সংখ্যা বেড়ে চলেছে। তাই অনুরাগীদের সাবধানও করেন তিনি।
