আজকাল ওয়েবডেস্ক: অন্যরকম বিয়ে। যে বিয়ের আগেরদিন পাত্রীপক্ষ আয়োজন করল রক্তদান শিবিরের। যে শিবিরে অন্যদের সঙ্গে রক্ত দিলেন পাত্রী সঞ্চয়িতা রায় এবং পাত্র অঞ্জন আইচ দুজনেই। বনগাঁর কালুপুর গ্রামে। সঞ্চয়িতা জানিয়েছেন, কয়েক বছর আগে দুর্ঘটনায় তাঁর দাদার মৃত্যু হয়। সেইসময় দাদার জন্য রক্ত জোগাড় করতে গিয়ে খুবই অসুবিধার সম্মুখীন হন তাঁরা। এরপর অনেকবার রক্তদান করেছেন সঞ্চয়িতা। তাঁর মা ঠিক করেছিলেন মেয়ের বিয়ের সময় রক্তদান শিবিরের আয়োজন করবেন। সেইমতো সঞ্চয়িতার বিয়ের আগেরদিন এই শিবিরের আয়োজন। তাঁর এই উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন তাঁর হবু বরও। বৃহস্পতিবার সঞ্চয়িতার পাশের বেডে শুয়ে তিনিও রক্তদান করেন। যা দেখে আপ্লুত বনগাঁ ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডা. গোপাল পোদ্দার। তাঁর কথায়, বিয়েবাড়িতে এই ধরনের উদ্যোগ খুবই ভালো লাগলো। তিনি বলেন, "আমরা অনেকদিন ধরেই বিয়ে বাড়িতে যাতে রক্তদান শিবিরের আয়োজন করা যায় সেবিষয়ে চেষ্টা করছিলাম। সঞ্চয়িতার উদ্যোগে সেই প্রচেষ্টা সফল হল।"