আজকাল ওয়েবডেস্ক: তুষার-ঢাকা পাহাড়ে লাভার প্রবাহ দেখার জন্য ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনায় হাজার হাজার পর্যটকের ভিড়। তবে এই পর্যটকদের অতিরিক্ত ভিড়ের কারণে আর্তদের উদ্ধারকাজে সমস্যার সৃষ্টি হচ্ছে কর্তৃপক্ষের। কারণ পর্যটকরা রাস্তা অবরুদ্ধ করে ফেলেছেন।
সিসিলির আঞ্চলিক সিভিল প্রোটেকশনের প্রধান স্যালভো কসিনা পর্যটকদের এই ভিড়কে "বিপজ্জনক" বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অনেক মানুষ গাইড ছাড়াই আগ্নেয়গিরির চূড়ায় উঠতে গিয়ে বিপদে পড়ছেন। সোমবার আট জন এমন পর্যটককে উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা পরে খুঁজে পেয়েছেন, যারা চূড়ার দিকে হারিয়ে গিয়েছিল। এছাড়াও, এক ৪৮ বছর বয়সী ব্যক্তি বরফের ওপর পিছলে গিয়ে পা ভেঙেছেন।
কসিনা সতর্ক করে বলেছেন যে পর্যটকরা রাস্তার পাশে পার্কিং করে সরু রাস্তা অবরুদ্ধ করছেন, যার ফলে উদ্ধারকাজের যানবাহনগুলোর চলাচলে ব্যাঘাত ঘটছে। মেয়র কার্লো কাপুটো বলছেন, মাউন্ট এটনা দেখতে সুন্দর হলেও এর আশপাশের পরিবেশ অত্যন্ত বিপজ্জনক হতে পারে। লাভা তুষার দ্রুত গলিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটাতে পারে।
ভূতাত্ত্বিক বোরিস বেঙ্কে জানান, মাউন্ট এটনার লাভা প্রায় ১৯৫০ মিটার উচ্চতায় পৌঁছে গাছপালা ধ্বংস করছে এবং কিছু পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবারের অগ্নুৎপাতটি গত ১১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং ১৭ ফেব্রুয়ারি তীব্র হয়। এটি এখন এড্রানোর গ্যালভারিনা এলাকায় ২০০০ মিটার উচ্চতায় পৌঁছেছে, যেখানে স্থানীয় পরিকাঠামো এবং আশেপাশের সবুজের ওপর প্রভাব ফেলেছে।
এটনা এক বছরে বা এমনকি এক মাসে বহুবার জ্বলে উঠতে পারে এবং এর লাভা এবং ছাই আকাশে অনেক উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ২০২১ সালে এই আগ্নেয়গিরি এত ঘন ঘন অগ্নুৎপাত করেছিল যে এর উচ্চতা প্রায় ১০০ ফুট (৩০ মিটার) বৃদ্ধি পায়।
