আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর ডিএমকে এবং কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে 'তিন-ভাষা নীতি' এবং হিন্দি চাপিয়ে দেওয়ার প্রশ্নে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বললেন, “যে রাজ্যগুলি হিন্দি গ্রহণ করে, তাঁরা তাঁদের মাতৃভাষা হারায়” এবং তাঁর রাজ্য প্রস্তুত রয়েছে ‘ভাষার যুদ্ধ’-এর জন্য।

এই মন্তব্যের মাধ্যমে তিনি তাঁর বাবা ও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পাশে দাঁড়ান। এম কে স্ট্যালিন আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের  কড়া সমালোচনা করেছিলেন। ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, তামিলনাড়ু যদি জাতীয় শিক্ষা নীতি (এনইপি) পুরোপুরি গ্রহণ না করে, তাহলে কেন্দ্রীয় শিক্ষার জন্য বরাদ্দ ২,৪০০ কোটি টাকা বন্ধ করা হবে।

তামিলনাড়ু ঐতিহাসিকভাবেই দুই ভাষার নীতি মেনে চলে, যেখানে স্কুলে শুধুমাত্র তামিল এবং ইংরেজি শেখানো হয়। ১৯৩০ এবং ১৯৬০-এর দশকে রাজ্যে হিন্দি-বিরোধী আন্দোলন প্রবলভাবে শুরু হয়েছিল। উদয়নিধি স্ট্যালিন মনে করিয়ে দেন, “আমরা কেবল আমাদের প্রাপ্য অর্থই চাইছি, যা কর থেকে প্রাপ্ত। আমরা ভিক্ষা করছি না। প্রধান বলেছেন যে রাজ্যের শিক্ষায় বরাদ্দ বন্ধ করা হবে যদি আমরা হিন্দি গ্রহণ না করি। কিন্তু আমরা আমাদের অধিকারই চাইছি।”

তিনি আরও বলেন, “ধর্মেন্দ্র প্রধান জিজ্ঞাসা করেছেন, কেন তামিলনাড়ু একমাত্র রাজ্য যারা তিন-ভাষা নীতির বিরোধিতা করছে। কারণ আমরা জানি যে হিন্দি গ্রহণ করলে মাতৃভাষা হারিয়ে যাবে, যেমনটা অন্য রাজ্যগুলির সঙ্গে হয়েছে। আমরা তা হতে দেব না।”

প্রসঙ্গত, বিজেপি আগামী মার্চ থেকে তিন-ভাষা নীতি সমর্থনে তামিলনাড়ুতে প্রচার শুরু করতে যাচ্ছে।