আজকাল ওয়েবডেস্ক: ভারতের রেকর্ড ভেঙে ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একদিনের ম্যাচে নিজেদের ১২২ রান ডিফেন্ড করে জিতল ইউএসএ। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ের ম্যাচে ওমানকে ৫৭ রানে হারাল তাঁরা। ছেলেদের একদিনের ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। ১২২ রান তাড়া করতে নেমে মাত্র ৬৫ রানে শেষ হয়ে যায় ওমানের ইনিংস। একদিনের ক্রিকেটে এটাই তাঁদের সর্বনিম্ন স্কোর। স্পিনের দাপটে কুপোকাত ওমান। আমেরিকার বাঁ হাতি স্পিনার নসথুশ কেনজিগে ৭.৩ ওভার বল করে ১১ রানে ৫ উইকেট তুলে নেন। একদিনের ক্রিকেটে এর আগে এই রেকর্ড ছিল ভারতের। ১৯৮৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১২৫ রান করে জিতেছিল ভারতীয় দল। শারজায় ৩৮ রানে ম্যাচ জেতে ভারত। ৪০ বছরের রেকর্ড ভেঙে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
মিলিন্দ কুমার ওমানের অধিনায়ক যতীন্দার সিংয়ের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। বাকি ব্যাটাররা কেউ দাঁড়াতেই পারেনি। বর্তমানে ওমানের উইকেট স্লো বোলারদের সাহায্য করছে। আশ্চর্যের বিষয় হল, গোটা ম্যাচে একটা ওভারও পেসাররা বল করেনি। এদিন বলের পাশাপাশি ব্যাট হাতেও সফল মিলিন্দ। তাঁর অপরাজিত ৪৭ রানে ভর করে তিন অক্ষরের রানে পৌঁছয় মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৫.৩ ওভার ব্যাট করে আমেরিকা। ৩ উইকেট নেয় শাকিল আহমেদ। কিন্তু মার্কিনীদের স্পিনের দাপটে তছনছ ওমান। প্রথম টি-২০ বিশ্বকাপে নজর কেড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখাল মিনোজরা।
