প্রথম ছবি সুপারহিট। বড়পর্দায় প্রথমবার আসার পরই তাঁকে ঘিরে শুরু হয়েছিল অফুরন্ত উন্মাদনা। বলিউডের তিন খানকে টক্কর দিতে পারবেন বলে আন্দাজ করেছিলেন অনেকেই। তিনি হৃতিক রোশন।
2
9
শনিবার ১০ জানুয়ারি হৃতিকের ৫২ বছরের জন্মদিন। যদিও অভিনেতাকে দেখে তা বোঝার উপায় নেই। বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র। বলিউডের 'গ্রিক গড'-এর প্রতি আজও অনুরাগীদের আকর্ষণ একই রকম।
3
9
'কহো না প্যায়ার হ্যায়'-র হাত ধরে শুরু হয়েছিল হৃত্বিকের দুর্দান্ত কেরিয়ার। মাঝে কয়েক বছর অবশ্য কেরিয়ারে ভাঁটা পড়েছিল। তবে তিন খান হোক কিংবা নতুন প্রজন্মের অভিনেতাদের থেকে তাঁর ভক্ত সংখ্যা কোনও অংশে কম নয়। এমনকী সম্পত্তির নিরিখেও প্রথম দিকেই রয়েছেন তিনি।
4
9
হৃত্বিক শুধু তার অভিনয়ের জন্যই বিখ্যাত নয়, তাঁর ধন-সম্পদ, বিলাসবহুল জীবনধারা এবং ব্যবসায়িক উদ্যোগ নিয়েও আলোচনায় থাকেন।
5
9
হৃত্বিকের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ৩১০০ কোটি টাকা। তাঁর ব্র্যান্ড এন্ডর্সমেন্ট, ব্যবসা ও বিনিয়োগ থেকে রয়েছে প্রচুর উপার্জন। তাঁর নিজস্ব স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড 'এইচআরএক্স' আজ একটি জনপ্রিয় ব্র্যান্ড।
6
9
হৃত্বিকের বিলাসবহুল জীবনধারা অনেক তারকাকেই হার মানাবে। মুম্বইয়ের জুহুতে সমুদ্রের ধারে রয়েছে তাঁর বিশাল বাড়ি, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি। লোনাভালায় একটি সুন্দর ফার্মহাউস রয়েছে বলিউডের 'গ্রিক গড'-এর যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে তাঁকে সময় কাটাতে দেখা যায়।
7
9
অভিনেতার গাড়ির সংগ্রহে রয়েছে রোলস-রয়েস, পোর্শ, মার্সেডিজ, বিএমডব্লিউ ইত্যাদি বিলাসবহুল গাড়ি। প্রিমিয়াম ঘড়ি ও অন্যান্য বিলাসবহুল আইটেমও ঋত্বিকের সংগ্রহে রয়েছে। মুম্বইয়ের ব্যস্ত এলাকা থেকে তিনি অফিস স্পেস কিনেছেন, যা তাঁর ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ।
8
9
প্রায় ১৪ বছরের বিবাহিত জীবনের পর বিচ্ছেদ ঘটে সুজান খান ও হৃতিক রোশনের। সেই ঘটনার পরে দীর্ঘদিন কেটে গিয়েছে। দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। দাম্পত্য ভাঙলেও হৃতিক ও সুজানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়ে গিয়েছে।
9
9
সুজানের সঙ্গে বিচ্ছেদের পর বেশ অনেকদিন ‘সিঙ্গল’ ছিলেন হৃত্বিক রোশন। বছর তিনেক আগে তাঁর জীবনে আসেন সাবা আজাদ। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এই তারকা।