৯টি গ্রহের মধ্যে দেবগুরু হিসেবে বৃহস্পতিকে স্থান দেওয়া হয়েছে। তাকে মহারাজাও বলা হয়ে থাকে গ্রহদের। আর এই বৃহস্পতি গ্রহ ১০ জানুয়ারি রাতে এক বিরল স্থানে অবস্থা করবে। পৃথিবীর কাছাকাছি আসবে এই গ্রহ। ফলে খালি চোখেই দেখা যাবে তাকে। এর কারণে তৈরি হবে অনুঠা যোগ। ছবি- এআই দ্বারা নির্মিত
2
10
বৃহস্পতির কারণে তৈরি হওয়া এই অনুঠা যোগের কারণে লাভবান হবে ৪ রাশি। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ভাগ্য, যশ, ধন এবং সমৃদ্ধির অধিপতি বলে মনে করা হয়। আর পৃথিবীর কাছাকাছি এসে এই গ্রহ কোন ৪ রাশির উপর দৃষ্টি দেবে এবং টাকার পাহাড়ে কারা চড়বেন জেনে নিন। ছবি- এআই দ্বারা নির্মিত
3
10
মেষ: বৃহস্পতির সোজা দৃষ্টি পড়বে মেষ রাশির জাতকদের উপর। ফলে এই সময় এই রাশির জাতকেরা কেরিয়ারে দারুণ উন্নতি করবেন। তাঁদের এতদিন ধরে না হওয়া কাজ হবে। অফিসে বা কাজের জায়গায় কঠোর পরিশ্রম, ভাবনা চিন্তার কারণে প্রশংসিত হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
10
যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা সেই চেষ্টায় সফল হবেন। এছাড়া পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। বহুদিন ধরে যে খবরের প্রত্যাশা করে বসে আছেন সেই খবর পাবেন। নতুন ব্যবসা শুরু করার ভাবনা থাকলে সেটাও সফল হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
10
সিংহ: হঠাৎ ধনপ্রাপ্তি হবে এই রাশির জাতকদের। পৈতৃক সম্পত্তির কারণে লাভবান হবেন। মান সম্মান বৃদ্ধি হবে। আপনার থেকে পরামর্শ নেবে মানুষ, কথার গুরুত্ব বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
6
10
অতীতে করা বিনিয়োগের থেকে ভাল রিটার্ন পাবেন। এছাড়া এখনও চাইলে বিনিয়োগ করতে পারেন। যে ছাত্ররা পড়াশোনার জন্য বিদেশ যেতে চান, তাঁরা চেষ্টা করলে সেই স্বপ্ন সফল করতে পারবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
7
10
ধনু: ধনু রাশির অধিপতি হল বৃহস্পতি। ফলে এই যোগে বিশেষ ভাবে লাভবান হবেন এই রাশির জাতকেরা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। যে কাজে হাত দেবেন তাতে সাফল্য পাবেন। ভাগ্য সহায় থাকবে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
10
আপনার ব্যক্তিত্বে অনেকে আকৃষ্ট হবেন। যাঁরা সিঙ্গল তাঁরা মনের মানুষ খুঁজে পেতে পারেন। আয় বৃদ্ধি হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। যে অসুখে ভুগছেন সেটার হাত থেকে নিষ্কৃতি পাবেন। স্বাস্থ্য ভাল হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
9
10
কুম্ভ: আয়ের নতুন উৎস তৈরি হবে, ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। খরচ কমবে, সঞ্চয় করতে পারবেন। বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাবেন। হঠাৎ ধনলাভের সম্ভাবনা রয়েছে। ছবি- এআই দ্বারা নির্মিত
10
10
বাড়িতে এই সময় কোনও পুজো দিতে পারেন। যাঁদের বিয়ের কথা চলছে সেটা পাকা হবে। কোনও আইনি জটিলতায় জড়ালে, সেটা কেটে যাবে। আপনার কঠোর পরিশ্রমের ফল ভোগ করবেন এই সময়। বিলাসবহুল জীবন কাটাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত