আজকাল ওয়েবডেস্ক: সুপারকোপা ডি এসপানা বা স্প্যানিশ সুপার কাপ ফাইনালের আগে সৌদি আরবে পৌঁছে গেলেন কিলিয়ান এমবাপে।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার টানটান এল ক্লাসিকোর আগে তাঁর উপস্থিতি স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। এমবাপে সৌদি আরবে পৌঁছে যাওয়ায় তাঁর খেলা নিয়েও একাধিক জল্পনা শুরু হয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত পোস্টে এমবাপে তাঁর সৌদি আরব আগমনের কথা নিশ্চিত করেন। ‘সেলাম আলেকুম’ লিখে ভক্তদের শুভেচ্ছা জানান ফরাসি তারকা।

রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই দল নিয়ে জেদ্দায় পৌঁছেছে। সেখানেই আগামী ১২ জানুয়ারি কিং আব্দুল্লা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে চলতি মরশুমের সুপারকোপা ডি এসপানার ফাইনাল।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে হাঁটুর চোটে ভুগলেও এমবাপের সৌদি সফর তাঁকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি করেছে। ফাইনালে কি তবে তাঁকে দেখা যাবে?

ক্লাব সূত্রে জানা গেছে, বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর থেকে তিনি সতর্কতার সঙ্গে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে ছিলেন। গত বছরের শেষ দিকে চোটের বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

যার ফলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে সেমিফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান। সেমিফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে, বার্সেলোনা দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাথলেটিক ক্লাবকে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ভিন্ন পথ ধরে ফাইনালে পৌঁছানো এই এল ক্লাসিকোকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।

এমবাপের ফিটনেস নিয়ে আশার আলো দেখিয়েছেন রিয়াল কোচ জাবি আলোনসো। ডার্বি জয়ের পর তিনি বলেন, এমবাপে অনুশীলনে ফিরেছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি বলেন, ‘ও আগের থেকে ভাল আছে। অনুশীলন করেছে এবং সবকিছু ইতিবাচক। ফাইনালের আগে ওকে অন্যান্য খেলোয়াড়দের মতোই মূল্যায়ন করা হবে।’

এমবাপে না থাকলেও অ্যাটলেটিকোর বিরুদ্ধে ম্যাচে রিয়ালের নায়ক হয়ে ওঠেন ফেদেরিকো ভালভার্দে। ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় গোলার মতো শটে দলকে এগিয়ে দেন তিনি।

সেমিফাইনালে তাঁর পারফরম্যান্স কোচ আলোনসোর কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। এমবাপে খেলুন কিংবা না খেললেও সৌদি আরবে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই সুপার কাপ ফাইনালে বাড়তি আকর্ষণ যোগ করেছে। ফাইনালে রিয়াল মাদ্রিদের চূড়ান্ত একাদশ এবং এমবাপের সম্ভাব্য প্রত্যাবর্তনের দিকেই এখন ফুটবলবিশ্বের নজর।

অন্যদিকে, স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মাদ্রিদ ডার্বিতে দিয়েগো সিমিওনে এবং ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে উত্তপ্ত টাচলাইন বিতর্কের পর অবশেষে মুখ খুলল অ্যাটলেটিকো মাদ্রিদ।

দিয়েগো সিমিওনে ও রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে সংঘর্ষ ঘিরে বিতর্ক ইতিমধ্যেই অনেকটাই বেড়েছে। তবে অ্যাটলেটিকো এই চলতি বিতর্কে প্রতিক্রিয়ার চেয়ে ঘটনার প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়েছে বেশি।

ঘটনার পর সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে অ্যাটলেটিকো মাদ্রিদ সিমিওনের পাশে দাঁড়িয়ে লেখে, ‘কিছু মানুষ একটি প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে যত সময় ব্যয় করেন, উসকানির বিষয়টি পরিষ্কার করতে ততটাই কম সময় দেন। এটা সত্যিই কৌতূহলজনক। এই পদ্ধতিটা অবশ্য নতুন নয়।’

৮১তম মিনিটে ভিনিসিয়াস মাঠ ছাড়ার সময় উত্তেজনা চরমে ওঠে। সিমিওনের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পড়েন ভিনিসিয়াসও। পরিস্থিতি সামাল দিতে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো হস্তক্ষেপ করেন।

তিনিও অবশ্য সিমিওনেকে ছেড়ে কথা বলেননি। নিজের দলের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে পুরোপুরি সমর্থন করেন। পরে ভিনিসিয়াসকে হলুদ কার্ড দেখানো হয়, এবং টাচলাইনে উত্তাপ ছড়িয়ে পড়ে।

ম্যাচের পরও জাবি আলোনসো সিমিওনের আচরণ নিয়ে কড়া সমালোচনা করেন। তাঁর মতে, অ্যাটলেটিকো কোচ শালীনতার সীমা লঙ্ঘন করেছেন।

এমনকী, একজন খেলোয়াড়ের প্রতি সম্মান ও ফেয়ার প্লে দেখানোর শালীনতাটুকুও বজায় রাখেননি তিনি। অন্যদিকে, সিমিওনে গোটা ঘটনাটিকেই গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।

ম্যাচের পরে তিনি বলেন, মাঠের ঘটনা মাঠেই থাকা উচিত। তবে ভিনিসিয়াসকে তিনি কী বলেছিলেন সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করেন।