আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার ঠিক আগে ভারতীয় শিবিরে চোটের আতঙ্ক। 

রবিবার দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময় হার্দিক পাণ্ডিয়ার মারা জোরালো শট আছড়ে পড়ে ঋষভ পন্থের বাঁ হাঁটুতে। সেই চোটই ভারতীয় শিবিরে উদ্বেগ-উৎকণ্ঠা বয়ে আনল।  

২০২২ সালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। সেই সময়ে এই বাঁ হাঁটুতেই চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরে ফের ক্রিকেটে ফিরে এসেছেন পন্থ। 

রবিবার সেই বাঁ হাঁটুতেই আঘাত পান পন্থ।   হার্দিক পাণ্ডিয়া যে নেটে ব্যাটিং করছিলেন, তার পাশেই অনুশীলনে করছিলেন পন্থ। হার্দিক পাণ্ডিয়ার মারা জোরালো শট আছড়ে পড়ে পন্থের বাঁ হাঁটুতে। যন্ত্রণকাতর পন্থ শুয়ে পড়েন মাঠেই। আইস প্যাক দেওয়া হয় চোটের জায়গায়। 

কিছুক্ষণ পরে অবশ্য উঠে দাঁড়ান ঋষভ। হার্দিক পাণ্ডিয়া এগিয়ে এসে পন্থের চোটের খোঁজখবর নেন। দেখা যায় পন্থ ও পাণ্ডিয়া একে অপরকে জড়িয়ে ধরেছেন। 

হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে ব্যাটিং করতে দেখা যায় পন্থকে। তিনি যে অস্বস্তি বোধ করছেন, তা পন্থকে দেখেই বোঝা যায়। 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেই দলে রয়েছেন দু'জন উইকেট কিপার। লোকেশ রাহুল ও পন্থ। ইংল্যান্ড সিরিজের পরে দলের হেড কোচ গৌতম গম্ভীর জানান, লোকেশ রাহুলই এই মুহূর্তে ভারতের একনম্বর উইকেট কিপার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোকেশ রাহুলের খেলার সম্ভাবনাই বেশি।