আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইমপিচমেন্ট তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান–নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বুধবার এই ভোট হয়। প্রতিনিধি পরিষদের সব রিপাবলিকান সদস্য ইমপিচমেন্ট তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছেন। বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইমপিচমেন্ট তদন্ত শুরু করার পক্ষে ভোট পড়ে ২২১টি। বিপক্ষে ২১২টি। মূলত বাইডেনের ছেলে হান্টারের বিদেশি ব্যবসা ও লেনদেন থেকে বাইডেন কোনওভাবে উপকৃত হয়েছেন কিনা সে বিষয়ে তদন্তের জন্য এই ভোট অনুষ্ঠিত হয়।
যদিও রিপাবলিকানরা ইমপিচমেন্ট তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলেও বাইডেনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো সম্ভব হবে না। কারণ ইমপিচমেন্ট প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষে পাস হলেও সিনেটের দুই তৃতীয়াংশ ভোট লাগবে, যেখানে ডেমোক্রাটরা ৫১–৪৯ আসনে এগিয়ে আছে। এদিকে হান্টার বলেছেন, তিনি জবানবন্দি দেবেন সবার সামনে। তাঁর ব্যবসা থেকে তাঁর বাবা লাভবান হয়েছেন এমন কোনও প্রমাণ নেই।
যদিও রিপাবলিকানরা ইমপিচমেন্ট তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলেও বাইডেনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো সম্ভব হবে না। কারণ ইমপিচমেন্ট প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষে পাস হলেও সিনেটের দুই তৃতীয়াংশ ভোট লাগবে, যেখানে ডেমোক্রাটরা ৫১–৪৯ আসনে এগিয়ে আছে। এদিকে হান্টার বলেছেন, তিনি জবানবন্দি দেবেন সবার সামনে। তাঁর ব্যবসা থেকে তাঁর বাবা লাভবান হয়েছেন এমন কোনও প্রমাণ নেই।
