আজকাল ওয়েবডেস্ক: বঙ্গকন্যার ঝোড়ো ব্যাটিংয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। রিচা ঘোষের মারকুটে ইনিংসে দুর্দান্ত সূচনা হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবিশ্বাস্য ভাবে রান তাড়া করে ইতিহাস গড়েছে। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। কিন্তু শেষ মুহূর্তে রিচা ঘোষ ও কানিকা আহুজার বিস্ফোরক জুটিতে খেলার মোড় ঘুরে যায়।

 

মাত্র ৩৭ বলে ৯৩ রানের পার্টনারশিপ গড়ে এই দুই ব্যাটার দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। আরসিবির উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষের বিধ্বংসী ২৭ বলে ৬৪ রানের ইনিংস দেখে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন মহেন্দ্র সিং ধোনির দুর্ধর্ষ ম্যাচ ফিনিশিং দক্ষতার কথা। আরসিবিকে জিততে গেলে প্রায় ১২ রান করে প্রতিটি ওভারে করতে হত। রান তাড়া করার চাপে যখন আরসিবি ছিল, তখন রিচা চারটি ছক্কা ও সাতটি চার মেরে ম্যাচটিকে হাতের মুঠোয় নিয়ে চলে আসেন। এই ইনিংসের পর সোশ্যাল মিডিয়ায় রিচাকে ধোনির সঙ্গে তুলনা করছেন অনেকে।

 

?ref_src=twsrc%5Etfw">February 14, 2025

 

তাঁর ইনিংসে এক ভক্ত লিখেছেন, ‘রিচা ঘোষ যেন ধোনির ছায়া... আরসিবির জন্য অবিশ্বাস্য ইনিংস’! অন্য এক ভক্তের মন্তব্য, রিচা ঘোষ একেবারে ধোনির প্রতিচ্ছবি!’ শেষ ম্যাচে রিচার পরিসংখ্যান বলছে, ব্যাটি গড় ৩৬, স্ট্রাইক রেট ১৪৫। তবে ধোনি ও রিচার মধ্যে বেশ কিছু মিলও রয়েছে। দু’জনেই ভারতের পূর্বাঞ্চল থেকে উঠে এসেছেন। দু’জনেরই খেলার ধরন পিঞ্চ হিটিংয়ের মতো। যারা শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। ব্যাট করতে নামার পর প্রথম বলেই গুজরাটের সিমরান শেখ রিচার ক্যাচ ফেলে দেন। প্রথম ১২ বলে মাত্র ১৫ রান করলেও এরপর ঝড় তোলেন রিচা। ন’টি বল বাকি থাকতেই আরসিবিকে দুর্দান্ত জয় এনে দেন।