আজকাল ওয়েবডেস্ক: বুধবার দুপুর একটার পর থেকেই উত্তাল দেশ, রাজনীতি। খোদ সংসদ ভবনে ঢুকে পড়ল দুজন। অধিবেশন চলাকালীন আচমকাই স্মোক বম্ব। স্বাভাবিক ভাবেই সংসদের এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তার কয়েকঘন্টার মধ্যেই কড়া নিরাপত্তা বিধি চালু হয়েছে সংসদ চত্বরে। আগেই জানা গিয়েছিলেন, এই ঘটনার পর এই মুহূর্তে বন্ধ পর্যটকদের প্রবেশ। কয়েকঘন্টার মধ্যে আরও বেশকিছু নিয়মাবলীর কথা জানা গিয়েছে। এবার থেকে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে ত্রি স্তরীয় নিরাপত্তা বাড়িতে চতুঃস্তরীয় নিরাপত্তা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সিআরপিএফ বাহিনী এবং দিল্লি পুলিশ। সংসদে সাংসদ, কর্মচারী এবং সাংবাদিকদের জন্য ঠিক করা হয়েছে পৃথক প্রবেশ পথের।