আজকাল ওয়েবডেস্ক:‌ নেমন্তন্ন খেতে বিয়েবাড়িতে ঢুকে পড়ল লেপার্ড। অবাঞ্ছিত ‘‌অতিথি’‌কে দেখে চক্ষু চড়কগাছ সকলের। রীতিমতো হুলস্থূল কাণ্ড ঘটল লখনউয়ে।


বুধবার রাত তখন ১১টা। বিয়েবাড়িতে অতিথিরা তখন গল্প, খানাপিনায় ব্যস্ত। আচমকাই সকলে হয়ে পড়লেন ভীত। কারণ বিয়েবাড়িতে তখন ঢুকে পড়েছে একটি লেপার্ড। জানা গেছে, লখনউয়ের বুদ্ধেশ্বর রিং রোডে অক্ষয় শ্রীবাস্তব ও জ্যোতি কুমারীর বিয়ের অনুষ্ঠান চলছিল। অবাঞ্ছিত ‘‌অতিথি’‌কে দেখেই বিয়েবাড়িতে আসা অতিথিরা ভয়ে যে যেখানে লাগালেন দৌড়। প্রাণভয়ে একজন ব্যাঙ্কোয়েট হলের এক তলা ঝাঁপ দিয়ে আহতও হন।


বিয়েবাড়িতে তখন গান বাজছে। চলছে খানাপিনা। নববিবাহিত দম্পতি গল্পে মশগুল। আচমকাই ব্যাঙ্কোয়েট হলের লনে আত্মপ্রকাশ ঘটে ওই ‘‌অতিথি’‌র। তাকে দেখেই সবাই ভয়ে তটস্থ হয়ে লাগালেন দৌড়। আর নবদম্পতি প্রাণ বাঁচাতে ঢুকে পড়লেন গাড়ির ভিতরে।


ঘটনার খবর পেতেই বিয়েবাড়িতে হাজির হয় বন দপ্তর ও পুলিশ। লেপার্ডকে বাগে আনতে রীতিমতো কালঘাম ছোটে। পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ ব্যাঙ্কোয়েট হলের প্রথম তলার একটি ঘর থেকে খাঁচাবন্দি করা হয় লেপার্ডটিকে। আর তা করতে গিয়ে বন দপ্তরের এক কর্মী আহতও হন। আহত হন দুই ক্যামেরাপার্সনও।


বিয়েবাড়ির অতিথিদের ঘরে আটকে রেখে চলে লেপার্ডের সন্ধান। রাত সাড়ে তিনটেয় সেটি খাঁচাবন্দি হতে মেলে স্বস্তি।