আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ গড়াপেটার অভিযোগে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট। কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগেই এবার ওপার বাংলার মহিলা ক্রিকেটার সোহেলি আখতারকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হল। মঙ্গলবার এই ঘোষণা করে আইসিসি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-২০ বিশ্বকাপ চলাকালীন এই অভিযোগ উঠেছিল। তারপরই তদন্ত শুরু করে আইসিসি। নিজের অপরাধ স্বীকার করে নেন বাংলাদেশের মহিলা ক্রিকেটার। বাংলাদেশের একটি চ্যানেলে দুই ক্রিকেটারের কথপোকথন দেখানো হয়। সেখানে সোহেলিকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়। সেই ভিত্তিতেই তদন্ত শুরু করে আইসিসি। প্রসঙ্গত, এর আগে কোনও মহিলা ক্রিকেটার গড়াপেটায় অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়নি। এটাই প্রথম।
আইসিসির দুর্নীতি বিরোধী পাঁচটি ধারা ভঙ্গ করেছেন বাংলাদেশের ৩৬ বছরের ক্রিকেটার। তারমধ্যে রয়েছে কারোর সঙ্গে চুক্তি করে ম্যাচের ফল প্রভাবিত করা। টি-২০ বিশ্বকাপে ইচ্ছে করে খারাপ খেলা। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগেও ওঠে। গড়াপেটার প্রস্তাব পেয়েও কর্তৃপক্ষকে জানাননি সোহেলি। তারওপর প্রমাণ নষ্টের চেষ্টা করেন। সমস্ত অভিযোগ মেনে নিয়েছেন অভিযুক্ত ক্রিকেটার। ১০ ফেব্রুয়ারি থেকে তাঁর শাস্তির মেয়াদ শুরু হয়েছে। পাঁচ বছর কোনও ধরনের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সোহেলির নির্বাসনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ২০১৩ সালে তাঁর অভিষেক হয়। বাংলাদেশের হয়ে ১৩টি টি-২০ ম্যাচ এবং দুটো একদিনের আন্তর্জাতিক খেলেন সোহেলি।
