আজকাল ওয়েবডেস্ক: শ্রীনগরে শীতের কামড়। একধাক্কায় তাপমাত্রা নেমে গেল মাইনাস ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। গোটা কাশ্মীর জুড়েই এখন শীতের দাপট। সোমবার এই তাপমাত্রা ছিল মাইনাস ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ কাশ্মীর, পহেলগাঁওতে তাপমাত্রাও অনেকটা নিচে নেমে গিয়েছে। সেখানে তাপমাত্রা মাইনাস ১ দশমিক ৫ ডিগ্রি। গুলমার্গে তাপমাত্রা মাইনাস ৩ দশমিক ৫ ডিগ্রি, কুপওয়াড়াতে মাইনাস ২ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বাতাসে খানিকটা মেঘলা ভাব রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই এই পরিস্থিতির উন্নতি ঘটবে। তখন টানা ৪০ দিন ধরে তাপমাত্রা আরও নামবে। ডাল লেকের জল ইতিমধ্যেই বরফ হয়ে গিয়েছে। পর্যটকরাও চুটিয়ে বরফের খেলায় মেতেছেন। সবমিলিয়ে ভূস্বর্গে এখন খুশির মেজাজ।
