আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে যোগ দিতে চলেছে বিজেপি বিরোধী ২৮টি দল। দিল্লিতে ১৯ তারিখের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে বলে সূত্রের খবর। তৃণমূল, আম আদমি পার্টি সহ বিভিন্ন দলের তরফে এবার আসন সমঝোতা চূড়ান্ত করার দাবি জানানো হয়েছে। ইন্ডিয়া জোটের এবারের বৈঠকে সেই দাবি আরও জোরাল হতে চলেছে বলে সূত্রের খবর। নির্ধারিত সময়ের মধ্যে আসন সমঝোতা নিয়ে এবারের বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। সূত্রের খবর, ১৯ ডিসেম্বরের বৈঠকে ইন্ডিয়া জোটের যৌথ সভার ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও একইভাবে কলকাতায় অবিজেপি দলগুলির একটি সভা হয়েছিল। সেই ধাঁচেই এবারেও বৈঠক হবে। দেশবাসীর সামনে বিজেপির বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চায় ইন্ডিয়া জোট।