বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্রথম লিগে চার গোলে জেতার পর মহমেডানকে ফিরতি লিগে ৩-১ গোলে হারিয়ে লিগ ডাবল করে ফেলল হায়দরাবাদ এফসি। শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে পয়েন্ট টেবলের শেষ দুই দলের মধ্যে ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠলেও দু’পক্ষের মধ্যে গোলের সুযোগ নষ্টের প্রতিযোগিতা চলে প্রায় সারাক্ষণই। দুই দলই অনেক সুযোগ পেলেও তার খুব কমই কাজে লাগাতে পারে।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা হায়দরাবাদকে ২৪ মিনিটের মাথায় এগিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যালান পলিস্তা। বিরতির আগে সংযুক্ত সময়ে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে ব্যবধান বাড়িয়ে নেন তরুণ ফরোয়ার্ড রামলুনচুঙ্গা। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন মহমেডানের পরিবর্ত ফরোয়ার্ড মকান চোঠে। ম্যাচের শেষ মুহূর্তে দলকে তৃতীয় গোল এনে দেন হায়দরাবাদের পরিবর্ত ফরোয়ার্ড জোসেফ সানি।
মহমেডানের হয়ে এ দিন প্রচুর গোলের সুযোগ তৈরি করেন তাদের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সি গোমেজ। অনেকগুলি গোলের বলও সরবরাহ করেন সতীর্থদের। কিন্তু তাঁর চেষ্টাকে সফল করার মতো কাউকে পাননি তিনি। তাই হায়দরাবাদ জিতলেও এ দিন ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন গোমেজ। সারা ম্যাচে এ দিন আটটি শট গোলে রাখে মহমেডান, ১৩টি কর্নার আদায় করে নেয়। কিন্তু একটির বেশি গোল করতে পারেনি তারা।
এ দিন প্রথম দলে ছ’টি পরিবর্তন করেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। গোলে পদম ছেত্রীর জায়গায় খেলেন ভাস্কর রায়। অন্য দিকে হায়দরাবাদ এফসি দু’টির বেশি পরিবর্তন করেনি প্রথম এগারোয়। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম দশ মিনিটের মধ্যে যেমন মহমেডানের মার্ক স্মেরবক ও অ্যালেক্সি গোমেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়, বিকাশ সিংয়ের শট ব্লক করা হয়, তেমনই হায়দরাবাদের সাই গদার্ড, আব্দুল রাবির গোলমুখী শট ব্লক করেন মহমেডান ডিফেন্ডাররা।
খেলা যত গড়ায় তত পরপর ব্যর্থ শটের প্রদর্শনী দেখা যায়। তবে ২২ মিনিটের মাথায় মহমেডানের প্রায় অবধারিত গোল বাঁচান হায়দরাবাদ গোলকিপার অর্শদীপ সিং। ফ্রাঙ্কার পাস থেকে বক্সের বাঁ দিক থেকে সোজা গোলে শট নেন স্মেরবক, যা আটকে দেন অর্শদীপ। পরের মিনিটেই প্রায় ৩৫ গজ দূর থেকে গোমেজের নেওয়া শট গোলের বাইরে চলে যায়।
হায়দরাবাদের অনবরত চেষ্টা শেষ পর্যন্ত সফল হয় ২৪ মিনিটের মাথায়, যখন সেন্টার লাইনের ওপার থেকে রফির পাঠানো উড়ে আসা বলে অসাধারণ শট নিয়ে জালে বল জড়ান অ্যালান পলিস্তা। বুক দিয়ে বল নামিয়ে গোলে শটটি নেওয়ার সময় পলিস্তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন অগিয়ে ও গৌরব বোরা। কিন্তু কেউই সফল হননি। এগিয়ে আসা ভাস্করের মাথার ওপর তোলা হাতে লেগে বল চলে যায় গোলে (১-০)।
এই গোলের পাঁচ মিনিট পরেই ছ’গজের বক্সের মধ্যে থেকে গোলে শট নেন পলিস্তা। কিন্তু এ বার দুর্দান্ত ক্ষিপ্রতার সঙ্গে তা আটকে দেন ভাস্কর। মহমেডান গোল শোধ করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু তাদের গোলের সুযোগকে গোলে পরিণত করতে না পারার সমস্যা এ দিনও ভোগায় সাদা-কালো বাহিনীকে। ৩১ ও ৩৭ মিনিটের মাথায় গোমেজের গোলমুখী শট সোজা গোলকিপারের হাতে জমা হয়ে যায়।
প্রথমার্ধের সংযুক্ত সময়ের প্রথম মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় হায়দরাবাদ। এ বার মহমেডানের বক্সের ঠিক সামনে থেকে নেওয়া অসাধারণ ফ্রি কিক থেকে সোজা জালে বল জড়িয়ে দেন তাদের তরুণ ফরোয়ার্ড রামলুনচুঙ্গা। ভাস্করের বলে হাত লাগাতে পারলেও তিনি আটকাতে পারেননি (২-০)। প্রথমার্ধে হায়দরাবাদের চেয়ে বেশি শট নেন মহমেডানের খেলোয়াড়রা। দুই দলই তিনটি করে শট গোলে রাখে। কিন্তু হায়দরাবাদ দু’টি শটকে গোলে পরিণত করতে পারলেও মহমেডান বরাবরের মতো ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধেও শুরুতেও তাদের এই দুর্বলতা ফের দেখা যায়। ৪৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের মধ্যে জোহেরলিয়ানাকে প্রায় গোলের বল সাজিয়ে দেন গোমেজ। কিন্তু বক্সের মাঝখান থেকে গোলের বাইরে বল পাঠান তিনি। গোমেজ এ দিন ঘন ঘন আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু তাঁর তৈরি সুযোগের সদ্ব্যবহার করার মতো কোনও সতীর্থকে পাননি। কোনও পক্ষেরই রক্ষণ তেমন শক্তিশালী নয়। তাই এই ম্যাচে অ্যাটাকারদের দাপট ছিল দেখার মতো। ফলে দুই গোলকিপারই এ দিন বেশ চাপে ছিলেন।
সতীর্থদের গোলের বল জুগিয়েও কাজ হচ্ছে না দেখে ৫৫ মিনিটের মাথায় প্রায় ৪০ গজ দূর থেকে সোজা গোলে শট নেন গোমেজ। এ বারও অসাধারণ দক্ষতায় ডানদিকে ঝাঁপিয়ে তা আটকে দেন অর্শদীপ। গোল পাওয়ার জন্য ৬৬ মিনিটের মাথায় মনবীর সাইনিকে নামায় মহমেডান, মাঠ ছাড়েন মহম্মদ ইরশাদ। তবে মনবীর নামার পরেও আক্রমণে তীব্রতা বাড়াতে পারেনি মহমেডান। তাই বিকাশের জায়গায় মকান চোঠেকে নামায় তারা এবং তিনি মাঠে নামার দু’মিনিটের মধ্যেই গোল পেয়ে যান।
অ্যালেক্সি গোমেজের কর্নারে দুর্দান্ত ব্যাক ফ্লিকে কঠিনতম কোণ থেকে গোলে বল পাঠিয়ে দেন চোঠে (২-১)। এর আগেই গোমেজের অসাধারণ ও তীব্র গতির এক দূরপাল্লার শট কোনও রকমে আটকান অর্শদীপ। তাঁর হাত থেকেই গোললাইনের বাইরে বল যাওয়ায় কর্নার পায় মহমেডান এবং সেই কর্নার থেকেই প্রথম গোল পায় তারা।
দু’গোলে এগিয়ে থাকা হায়দরাবাদ অবশ্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কলকাতার দলের আক্রমণের ধারই ছিল বেশি। ৬১ মিনিটের মাথায় রফির ক্রস থেকে গোলের সুযোগ পান অ্যালান আলবা। কিন্তু তিনি গোলের বাইরে শট নেন। ৭২ মিনিটের মাথায় রফির শটও অল্পের জন্য বাইরে চলে যায়।
সমতা আনার উদ্দেশে নির্ধারিত সময় শেষ হওয়ার দু’মিনিট আগে ডিফেন্ডার আদিঙ্গার জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার লালরেমসাঙ্গাকে মাঠে নামায় মহমেডান। ৯০ মিনিটের মাথায় সুযোগও পেয়ে যায় তারা। ডানদিক থেকে গোমেজের ক্রস থেকে গোলের সুযোগ পান জোহেরলিয়ানা। কিন্তু তিনি গোলকিপারের হাতে বল তুলে দেন। সংযুক্ত সময়ে বাঁ দিক থেকে অ্যাডিসন সিংয়ের ক্রসে বক্সের মধ্যে ডানদিক থেকে গোলে কোণাকুনি শট নেন রেমসাঙ্গা। এ বারও তা আটকে দেন গোলকিপার অর্শদীপ।
তবে ম্যাচের একেবারে শেষে জোসেফ সানি যে ভাবে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে অসহায় ভাস্করকে সামনে পেয়েও যে ভাবে সাইড নেটে শট নেন, তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। তবে এর দু’মিনিটের মধ্যে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি এবং দলকে তৃতীয় গোল এনে দেন। পলিস্তার অ্যাসিস্টে বক্সের মধ্যে থেকে এই গোলটি করে দলের তিন পয়েন্ট সুনিশ্চিত করে ফেলেন তিনি (৩-১)।
নানান খবর

পাইক্রফ্ট ক্ষমা চেয়ে নেওয়ায় গলল বরফ, সব ভুলে মাঠে নামল পাকিস্তান

'এবার আমার পালা...', ইস্টবেঙ্গলে সই করে বললেন 'জাপানি বম্বার' হিরোশি

৩২ বছর আগে হাফ ডজন গোল দিয়েছিল ইস্টবেঙ্গল, সেই আল জাওরার কাছে হার মানল এফসি গোয়া

মান্ধানার সেঞ্চুরিতে ভর করে বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

অবশেষে জল্পনা দূর হল, আমিরশাহি ম্যাচ বয়কট করছে না পাকিস্তান, ম্যাচ রেফারি সেই বিতর্কিত পাইক্রফ্টই

এশিয়া কাপে বিতর্ক আর কমছে না, পাকিস্তান এবার সাংবাদিক বৈঠক বাতিল করল

কেন মাত্র তিন বিদেশি? হারের পর কি ব্যাখ্যা দিলেন মোলিনা?

বিশ্বের দ্রুততম মানব এখন সিঁড়ি বেয়ে উঠলে হাঁপাতে থাকেন, কেন এই হাল বোল্টের?

এশিয়া কাপ বয়কট করলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ত পাকিস্তান, টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে

মোলিনার নেতিবাচক ফুটবল, এএফসিতে বিদেশিহীন আহালের কাছে ঘরের মাঠে হার মোহনবাগানের

বাগান সমর্থকদের নিয়ে ভাবছেন না, পাল্টা হুঙ্কার তুর্কমেনিস্তানের ক্লাবের কোচের

আত্মবিশ্বাসী মোলিনা, এশিয়ায় নিজেদের প্রমাণ করার পালা 'ভারতসেরা' মোহনবাগানের

ভারতের শক্ত গাঁট তারা, এশিয়া কাপে বড় ধাক্কা খেল এই দল, কী হল?

‘সূর্যকুমার সবকিছুর উত্তর দিয়ে দিয়েছে’, করমর্দন কাণ্ডে সাফ সাফ জানিয়ে দিলেন সৌরভ, কী বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

'ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না পাকিস্তান', আফ্রিদিদের দেখে ভীষণ হতাশ শোয়েব

‘পশ্চিমবাংলা যেভাবে তারুণ্যের উদ্দামতাকে স্বাগত জানায়, সেরকম বাংলাদেশেরও করা উচিত’ অকপট ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর অভিনেত্রী নওশাবা

পেট্রোল-ইথানল মিশ্রণ ২০% এর বেশি বাড়বে না: হরদীপ সিং পুরী

গুজরাটে নির্মাণ শ্রমিক কল্যাণে অচলাবস্থা: সিএজি’র কড়া রিপোর্টে বিস্ফোরণ!

পুজোর আগে চুলের হারানো জেল্লা ফেরাতে চান? শুধু এই কয়েকটি টিপস মেনে চললেই বেঁচে যাবে পার্লারের খরচ

সলমনের ‘বীর’ ছবির জনপ্রিয় সংলাপের অনুপ্রেরণা এন কে সলিল? বিস্ময়কর দাবির নেপথ্যে কোন যুক্তি দিলেন চিত্রনাট্যকার?

‘ছোট কিন্তু গভীর পরিবর্তন এনেছিলেন আমার জীবনে…’ অস্কারজয়ী অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ডের মৃত্যুতে আবেগঘন স্মৃতিচারণ অঞ্জন–সুমনের

সকাল-বিকেল ড্রাই ফ্রুটস খেলেই হল না! সবচেয়ে বেশি উপকার পেতে কখন শুকনো ফল খাবেন?

দেশের বিভিন্ন স্থানে চা, পকোড়ার স্টল দিয়ে প্রতীকী প্রতিবাদ মোদির জন্মদিনে ‘বেরোজগারি দিবস’ পালন যুব কংগ্রেসের

দীর্ঘ টালবাহানার অবসান, পুজোর আগেই এল সুখবর

হুগলির গর্ব আজ স্মৃতির অতল অন্ধকারে, বিশ্বকর্মা পুজোতে ডানলপের গেটে ভিড় অশ্রুসিক্ত প্রাক্তন শ্রমিকদের

মরশুম বদলালেই গলায় খুসখুস? দামি ওষুধ নয়, এই ৫ ঘরোয়া উপায়েই মিলবে দ্রুত আরাম

সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ নিয়ে ওয়াক্ফ সম্পত্তি ধ্বংসের আশঙ্কা: আসাদুদ্দিন ওয়াইসি

'তুমি তো কোনওদিন মা হতে পারবে না', রাজস্থানে মহিলার গায়ে আগুন লাগিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকেরা

ওজন ঝরাতে চিয়া সিডসে ভরসা! কারা কারা ভুলেও খাবেন না? বিপদে পড়ার আগেই দেখুন তালিকা

নতুন নায়কদের ‘কুকুর’-এর মতো ব্যবহার করেন পূজা ভাট? শিউরে ওঠার মতো সব অভিযোগ জনপ্রিয় মডেল-অভিনেতার!

৭৫ বছর বয়সে কোনও রিয়েল এস্টেট, শেয়ার এবং সোনা নেই, প্রধানমন্ত্রী মোদি কোথায় বিনিয়োগ করেছেন?

পার্লারে গিয়ে রূপচর্চার আগে সাবধান! কোন ৪ ফেসিয়াল মুখ নষ্ট করে দেবে, বিশেষজ্ঞ জানিয়ে দিলেন

লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে আসছে কেন মার্কিন সেনা, কী পরকল্পনা করছে ইউনূস সরকার?

তালপাতার সেপাই থেকে পোড়ামাটির পুতুলের বাঁশি, পুতুলনাচের এই ইতিকথাই তুলে ধরেছিল ‘খামখেয়াল’

মূত্রে ঝাঁঝালো গন্ধ বা অতিরিক্ত ফেনা! কোন কোন উপসর্গ দেখে বুঝবেন শরীরে মারণ রোগ বাসা বাঁধছে, মিলিয়ে দেখুন

জঙ্গল সাফারি চালু হতেই ডুয়ার্সে জিপসি চালকদের দেওয়া হচ্ছে বাঁশের ঝুড়ি, কেন?

আদালতের আদেশে আদানি গ্রুপ নিয়ে ১৩৮ ভিডিও ও ৮৩ ইনস্টাগ্রাম পোস্ট সরানোর নির্দেশ, সাংবাদিক-অ্যাক্টিভিস্টদের ক্ষোভ

জেমিনিকে দিয়ে নিখুঁত শাড়ি পরা ছবি তৈরি করতে চান, এড়িয়ে চলুন এই পাঁচটি ভুল

ভাজাভুজি ছাড়া জুত হয় না? দিনে ঠিক কতটা তেল শরীরে ঢোকা উচিত, সঠিক পরিমাণটা জেনে রাখুন