আজকাল ওয়েবডেস্ক: অনেকের কাছেই আর্থিক স্বাধীনতা অর্জন করা অনেক দূরের স্বপ্নের মতো মনে হয়। কিন্তু গুরগ্রামের বাসিন্দা গুরজোত আহলুওয়ালিয়া তা মাত্র ১১ বছরেই বাস্তবে পরিণত হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, মাত্র ১১ বছরে তাঁর মোট সম্পদের পরিমাণ শূন্য থেকে ৫ কোটি টাকা হয়েছে। ২০২৪ সালে এটিই তাঁর সবচেয়ে বড় মাইলফলক বলে মনে করছেন তিনি। ২০২৫ সালের মধ্যে আর্থিকভাবে মুক্ত হয়ে অবসর নেওয়ার লক্ষ্য রেখেছেন গুরজোত।

সমাজমাধ্যমে তাঁর বিনিয়োগের অ্যাপের স্ক্রিনশট শেয়ার করেছেন গুরজোত। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর ২.৭ লক্ষের দেনা রয়েছে। তাঁর এই সাফল্য নিয়ে গুরজোত জানিয়েছেন, মোট তিনটি বিষয় তিনি মেনে চলেছেন। উচ্চ আয় নিশ্চিত করার জন্য পেশাদার প্রবৃদ্ধি, হুটপাট টাকা খরচ না করে বেশি করে সঞ্চয় এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ।

তিনি জানিয়েছেন, বাবা-মা পড়াশোনার খরচ বহন করায় এবং বাড়িভাড়া দিতে না হওয়ায় অনেক টাকা সাশ্রয় হত। এর ফলেই ১১ বছরে ৫ কোটি টাকা জমানো সম্ভব হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্যে সম্পত্তি বা গয়না অন্তর্ভুক্ত নয়। মূলত স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড, এনপিএস, ইপিএফ-এর উপর ভিত্তি করেই তাঁর এই সঞ্চয়।

তাঁর এই একনিষ্ঠতার প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, "ধারাবাহিকতা এবং ধৈর্যের এক অসাধারণ উদাহরণ।" অন্য একজন ব্যবহারকারী বলেছেন, "মুম্বইয়ের মতো শহরে ভাড়াতেই সবচেয়ে বেশি খরচ হয়। ১৫-২০ বছর ধরে ভাড়া পরিশোধ করে টাকা জমানো সত্যিই কঠিন। তবে শৃঙ্খলা এবং উচ্চ বেতনে এটি করা সম্ভব।"