আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার থাকছেন কারা?‌ তালিকা প্রকাশ করেছে আইসিসি। ১৫ জন ম্যাচ অফিসিয়াল থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার মধ্যে ১২ জন আম্পায়ার। আর তিন জন ম্যাচ রেফারি। 


প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল ৯ মার্চ। খেলা হবে পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। আর ভারতের সব খেলা দুবাইয়ে। 


চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কোনও আম্পায়ার থাকছেন না। যদিও আইসিসির প্যানেলে রয়েছেন ভারতের নীতীন মেনন। কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারিংয়ের সুযোগ পাননি। ম্যাচ রেফারি হিসেবে আইসিসির প্যানেলে আছেন ভারতের জাভাগল শ্রীনাথ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিও দায়িত্বে থাকছেন না। বোর্ড সূত্রে খবর, ‘‌আইসিসি মেননকে রাখতে চেয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে আপত্তি জানিয়েছে মেনন। তাই তাঁকে আম্পায়ারের প্যানেলে রাখেনি আইসিসি।’‌ 


আর সেকারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। কারণ দুবাইয়ে ভারত খেলবে। সেখানে ভারতীয় আম্পায়ার দেওয়া যাবে না। আইসিসি নিরপেক্ষতার বিষয়টিকে অগ্রাধিকার দেয়। অন্যদিকে শ্রীনাথ নাকি আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁকে যেন রাখা না হয়। সূত্রের খবর শ্রীনাথের যুক্তি ছিল, ‘‌নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি–টানা তিন মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে। তাই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করতে চান না।’‌


এই পরিস্থিতিতে আট দলের টুর্নামেন্টে তিন ম্যাচ রেফারি থাকছেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মধুগলে ও জিম্বাবোয়ের অ্যান্ড্রু পাইক্রফট। আর আম্পায়ারদের মধ্যে আছেন কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, মাইকেল গফ, আড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রাইফেল, শরফৌদুল্লা ইবনে শহিদ, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।