আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা ঢাকলেন শুভমন গিল। ভারতের সহ অধিনায়কের দাবি, একটা ম্যাচ বা একটা খারাপ দিন তাঁদের কৃতিত্ব কেড়ে নেয় না। দশ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া। কিন্তু তরুণ ক্রিকেটারের দাবি, শুধুমাত্র একটা সিরিজ দিয়ে তাঁদের বিচার করা যাবে না। শুভমন বলেন, 'একটা সিরিজের ভিত্তিতে গোটা দলের ফর্ম যাচাই করা যায় না। এমন অনেক প্লেয়ার আছে যারা অতীতে একটানা অনেক সিরিজ এবং টুর্নামেন্টে ভাল খেলেছে। অবশ্যই আমরা অস্ট্রেলিয়ায় প্রত্যাশা মাফিক খেলতে পারিনি। তবে আমরা কিছু সময় ভাল ক্রিকেট খেলেছি। শেষ দিন বুমরাকে না পাওয়া দুর্ভাগ্যজনক। তাহলে আমরা ম্যাচটা জিততে পারতাম। সিরিজ ড্র হলে এই কথা উঠত না। একটা ম্যাচ এবং একদিনের ভিত্তিতে আমাদের যাচাই করা যাবে না। আমরা ওখানে আগে দু'বার জিতেছি। একটা বিশ্বকাপ জিতেছি। একটা বিশ্বকাপের ফাইনালে উঠেছি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।'
ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর, শুভমন গিলকে সহ অধিনায়ক করা নিয়ে কথা ওঠে। এই প্রসঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বলেছিলেন, 'গিল শ্রীলঙ্কাতেও সহ অধিনায়ক ছিল। সর্বত্র একজন নেতার খোঁজ থাকে। আমি এই নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। তবে এমন সিদ্ধান্তের পরামর্শ ড্রেসিংরুম থেকেই আসে।' ২৫ বছর বয়সে ক্রিকেটের সব ফরম্যাটে সমান পারদর্শী গিল। একদিনের আন্তর্জাতিকে ৪৭ ইনিংসে ২৩২৮ রান করে ফেলেছেন। গড় ৫৮.২০। মাঠে এবং মাঠের বাইরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। রোহিত শর্মার আদর্শ ডেপুটি। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া।
