আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলা ইতিহাস তৈরি করল। ম্যাঙ্গালোরের আন্তর্জাতিক সুইমিং পুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলা টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হল। ফিনসুইমিংয়ের ইতিহাসে নতুন নজির।
বাংলা দল প্রাধান্য বজায় রাখে। ৫৬৮ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ মেডেল সংগ্রাহক। ১৬৫টি পদক বাংলার ঝুলিতে। তার মধ্যে ৬১টি সোনা, ৫৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ। ২৪৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় কর্নাটক। তার পরে ৭৮ পয়েন্ট নিয়ে উত্তর প্রদেশ তৃতীয় স্থান দখল করে।
দলগত পারফরম্যান্স ছাড়াও ব্যক্তিগত ক্ষেত্রে বাংলার কয়েকজন দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরে।
বাংলার রণিত দাস চারটি সোনার পদক পান জুনিয়র সি ক্যাটেগরিতে। তাঁর জন্য ২০ পয়েন্ট যোগ হয় বাংলার ঝুলিতে।
মহিলাদের জুনিয়র সি ক্যাটেগরিতে স্যামপ্রিয়া কুণ্ডু ৪টি সোনার পদক জিতে ২০ পয়েন্ট বাংলাকে এনে দেন। অন্যদিকে সিনিয়র এ ক্যাটেগরিতে আহেলি সাহা চারটি সোনা জেতেন। মাস্টার্স ক্যাটেগরিতে ঋতু ব্যানার্জি দুর্দান্ত পারফরম্যান্স করে ৪টি সোনা জিতে নেন।
জুনিয়র ডি ক্যাটেগরিতে সৃঞ্জন নাথ তিনটি সোনা ও একটি রুপো জিতে নজর কাড়েন। জুনিয়র ই বিভাগে অংশুমান নাগ ২টি সোনা ও ২টি রুপো পান।
এই টুর্নামেন্টে বাংলার আধিপত্য দেখার পরে প্রমাণিত হয় তাদের পরিকাঠামো বেশ শক্তিশালী। দেশের ফিনসুইমিংয়ে বাংলা যে রাজ করতে এসেছে তা প্রমাণিত হয়েছে এই প্রতিযোগিতায়।
