সংবাদ সংস্থা মুম্বই: চলতি মাসেই মুক্তি পাবে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাবা’। ছবিতে জেশুবাঈ এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। ছবির পরিচালক লক্ষণ উটেকর ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অক্ষয়কে। তাঁর দাবি, ‘ছাবা’য় যেভাবে মুঘলসম্রাটের নিষ্ঠুরতাকে ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা, পর্দায় তা দেখে আতঙ্কে শিউরে উঠবে দর্শক। আরও জানান, অক্ষয় এমনিতে ভাবগম্ভীর, কম কথা বলেন। কিন্তু তাঁর চোখ দু'টো সাংঘাতিক কথা বলে। এবং তাতেই বাজিমাৎ করেন ‘দিল চাহতা হ্যায়’ ছবির এই অভিনেতা।
অক্ষয় সম্পর্কে উচ্ছ্বসিত ভিকি-ও। বললেন “ছত্রপতি শম্ভাজি মহারাজকে ধরতে পাক্কা ৯ বছর লেগেছিল ঔরঙ্গজেবের। ছবিতে বহু দৃশ্য আছে, যেখানে দেখা যাবে শম্ভাজি মহারাজকে গরু খোঁজা খুঁজছে মোগলরা। অস্থির হয়ে উঠেছেন ঔরঙ্গজেব-ও। মূলত, তাঁদের প্রতিদ্বন্দ্বী-ই এই ছবির মূল উপজীব্য। ছবিতে শম্ভাজির বিক্রম, গর্জনের সঙ্গে অদ্ভুতভাবে টক্কর দিয়েছে ঔরঙ্গজেবের ধূর্ততা এবং ক্রুরতা।”
ছবি প্রসঙ্গে লক্ষণ উটেকর একটি অজানা কথা ভাগ করে নিলেন। জানালেন, ‘ছাবা’র শুটিংয়ের যেদিন পরস্পরের সঙ্গে প্রথমবার শম্ভাজি-ঔরঙ্গজেব মুখোমুখির দৃশ্যের টেক করার কথা, সেদিন ভিকি-অক্ষয় কেউ কারও সঙ্গে কথা বলেননি। পাশ থেকে ভিকির ফুট, “চরিত্রের মধ্যে এতটা ঢুকে গিয়েছিলাম আমরা যে কেউ কারও সঙ্গে কথা বলিনি, সেইসব দৃশ্যের আগে।”
